চীনের দক্ষিণ-পশ্চিম অংশের ছেনতু শহরে অনুষ্ঠিত দ্বিতীয় বৃহত্ মুক্তা নদীর বদ্বীপ এলাকার সহযোগিতা ও উন্নয়নের ফোরামের সূত্রে জানা গেছে, আগামি পাঁচ বছরে, চীন এই বৃহত্ বদ্বীপ এলাকায় বেশ-কিছু নতুন রেলপথ নির্মাণ করবে, যাতে এলাকাটির পরিবহনের সামর্থ্য আরো উন্নত করা যায়।
এই বৃহত্ বদ্বীপ এলাকা চীনের কুয়াংতুং, সিছুয়ান প্রভৃতি নয়টি প্রদেশ ও অঞ্চল এবং হংকং, ম্যাকাও দুটি বিশেষ প্রশাসনিক অঞ্চল নিয়ে গঠিত । চীনের রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেছেন, এই এলাকায় শীঘ্রই কয়েকটি নতুন আঞ্চলিক রেলপথ নির্মাণ করা হবে এবং এলাকার ভেতরে বর্তমান রেলপথ সংস্কার করা হবে, যাতে পরিবহনের ক্ষমতা বাড়ানো যায়।
|