মার্কিন মহাশূন্য ব্যুরো বলেছে, " ডিস্কাভারী" নামক নভো খেয়াযান উত্ক্ষেরনের সময়ে হিট ইনসুলেটিং ম্যাটেরিয়াল ইত্যাদি খসে পড়ার কারণ খুঁজে বের করার আগে , নভো খেয়াযান উত্ক্ষেপনের পরিকল্পনা আপাততঃ বন্ধ করবে।
মার্কিন মহাশূন্য ব্যুরোর নভা-খেয়াযান বিষয়ক প্রধান কর্মকর্তা পারসোনস ২৭ তারিখে হিউসটোনে মহাকাশযানের কেন্দ্রে অনুষ্ঠিত তথ্যজ্ঞাপন সভায় একথা বলেছেন।
তিনি বলেছেন, হিট ইনসুলেটিং ম্যাটেরিয়াল খসে পড়া ইত্যাদি সমস্যায় " ডিস্কাভারী " নভো-খেয়া এখনও বিপন্ন হয় নি, কিন্তু " কলম্বিয়া" নামক নভ-খেয়াযান একই কারণে দুর্ঘটনার শীকার হয়েছে । তাই সমস্যা সমাধান না করলে নভো খেয়াযান আবার উত্ক্ষেপন করবে না।
|