 ২৭ তারিখ পেইচিংয়ে কোরীয় উপদ্বীপের পারমানবিক সমস্যা বিষয়ক চতুর্থ দফা ছ'পক্ষীয় বৈঠকের দ্বিতীয় দিন । পারমানবিক অস্ত্রমুক্ত উপদ্বীপ প্রতিষ্ঠার উপায় সম্বন্ধে বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা প্রথম পূর্ণাংগ অধিবেশনে সংশ্লিষ্ট প্রস্তাব আর পরিকল্পনা উপস্থাপন করেছেন ।
চীনের প্রতিনিধি দলের নেতা উ দা ওয়ে তার ভাষনে এই আশা প্রকাশ করেছেন যে , সংশ্লিষ্ট পক্ষ সুযোগ আঁকড়ে ধরে সম্মিলিতভাবে উত্তর পূর্ব এশিয়ার আরো সুন্দর ভবিষ্যত সৃষ্টি করবে ।
উত্তর কোরীয় প্রতিনিধি দলের নেতা কিম কিয়ে গুয়ান বলেছেন , যদি যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর পারমানবিক হুমকী দূর করে এবং দুদেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করে , তাহলে উত্তর কোরিয়া সার্বিকভাবে পারমানবিক অস্ত্র পরিত্যাগ করবে ।
|