v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-27 21:20:10    
ক্রীড়া খবর

cri
    ২০০৫ সালের বিশ্ব সাঁতার প্রতিযোগিতার ডাইভিং ইভেন্ট ২৫ জুলাই সম্পূর্ণভাবে শেষ হয়েছে।শেষ দিনের প্রতিযোগিতায় আথ্যেস ওলিম্পিক গেমসের চেয়ারম্যান গু চিন চিন আর লি টিন নারী দ্বৈত তিন মিটারের প্রতিযোগিতায় ৩৪৯ .৮০ পয়েন্ট পেয়ে শীরোপা অর্জন করেছেন।পুরুষ দ্বৈত দশ মিটারের প্ল্যাথফোর্মেহু চিয়া আর ইয়াং চিন হুয়ে রানাস-আপ হয়েছেন। এবারকার বিশ্ব প্রতিযোগিতার ডাইভিংয়ের ১০টি ইভেন্টে চীনের ডাইভিং দল মোট ৫টি স্বর্ণপদক , ৪টি রৌপপদক এবং ৩টি ব্রান্জপদক অর্জন করেছে।

    পেইচিংএ চার দিন অবস্থানের পর স্পেনের রীল মাদ্রিদ ফুটবল দল ২৪ জুলাই পেইচিং ত্যাগ করে জাপানের টোকিওতে পৌঁছে এবারকার এশিয়া সফরের দ্বিতিয় ধাপ শুরু করেছে। ২৩ তারিখ সন্ধ্যায় রীল মাদ্রিদ দল আর পেইচিংএর আধুনিক দলের মধ্যে একটি মৈত্রী প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। রীল মাদ্রিদ দল আধুনিক দলকে ৩: ২ গোলে পরাজিত করেছে।

    ২৪ জুলাই ইংল্যান্ডের ম্যানছেস্টার ইউনাইটিট ফুটবল দল হংকং থেকে পেইচিং পৌছেছে। ২৬ তারিখ রাত্রে ম্যাছেস্টার ইউনাইটিট দল পেইচিং আধুনিক ফুটবল দলের মধ্যে একটি মৈত্রী খেলা হবে।

    প্রথম স্ট্যাকোভিক কনটিনেনটাল বাস্কিট বল ছ্যাম্পীয়ানস কার্প প্রতিযোগিতা২৬ জুলাই পেইচিংএর রাজধানী স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রতি মহা দেশের চ্যাম্পীয়ন দল এবারকার প্রতিযোগিতায় যোগ দিয়েছে। তারা হলো, ল্যাঠভিয়া, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, পোটোলিগ, আংগোলা আর চীন দল। চ্যাম্পীয়ন দলের বোনাস হবে এক লক্ষ মার্কিন ডর্লার।

সপ্তম বিশ্ব গেমস ২৪ জুলাই জার্মানীতে সমাপ্ত হয়েছে। চীনের ফিগার আক্রোব্যাটিক দল দলগত শীরোপা অর্জন করেছে।

    চতুর্থ ছিনহাই হ্রদ বেষ্টিত আন্তর্জাতিক সড়ক সাইকাল প্রতিযোগিতা ২৫ জুলাই চীনের ছিনহাই প্রদেশের রাজধানী সিনিন শহরে শেষ হয়েছে। নয় দিনব্যাপী তীব্র প্রতিযোগাতার পর চেকের জি ভি ভি জি গাড়ী বহর এবারকার প্রতিযোগিতার চ্যাম্পীয়ন হয়েছে। এই প্রতিযোগিতা বতর্মান এশিয়ার সর্বোচ্চ শ্রেণীর এবং সবচেয়ে বড় আকারের প্রতিযোগিতায় পরিণত হয়েছে। বিশ্বের পাঁচটি মহা দেশের ২০ টি দলের শোতাধিক ক্রীড়াবিদ এবারকার প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

    ২৫ জুলাই সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের পেশাগত নারী বাস্কিড বলের নিয়মিত প্রতিযোগিতায় সাক্রামেনটো মনারচস দল ডিট্রোইট সুক দলকে পরাজিত করেছে।

    বিশ্বের অনুর্ধ ২০ নারী ভলিবল প্রতিযোগিতায় চীন দল ক গ্রুপের প্রতিযোগিতায় ৩: ২ সেটে ডোমিনিগা দলকে পরাজিত করেছে। প্রথম খেলায় চীন দল অষ্ট্রিয়া দলকে পরাজিত করে গ্রুপের প্রথম হয়েছে।

    ২৪ জুলাই ম্যাকাওয়ে অনুষ্ঠিত বিশ্বের অনুর্ধ ১৯ ভলিবল প্রতিযোগিতার বি গ্রুপের দ্বিতীয় দফা প্রতিযোগিতায় চীন দল ৩ : ২ সেটে ইউক্রেন দলকে পরাজিত করেছে। বি গ্রুপের আরেকটি প্রতিযোগিতায় দক্ষিণ কোরিয়া দল অষ্ট্রিয়া দলকো পরাজিত করে গ্রুপের প্রথম হয়েছে।

    জার্মানীর ব্যাংক কার্প গল্ফ প্রতিযোগিতা ২৫ জুলাই হামবার্গে সমাপ্ত হয়েছে । চীনের নাম-করা গল্ফ খেলোয়াড় জেন লিয়েন ভিয়ে ভাল নৈপুণ্য দেখাতে পারেন না।

    লন্ডনে অনুষ্ঠিত ইংগল্যান্ড দৌড়-ঝাঁপ-নিক্ষেপ প্রতিযোগিতায় রাশিয়ার নাম-করা পোলপল্ট জাম্পার, আথ্যেন্সের ওলিম্পিক গেমসের চ্যাম্পীয়ন য়েলেনা ইসিনবায়েভা ৫ মিটিরের উচ্চতা অতিক্রম করে নতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছেন।