চীনের রিয়েল রাইট আইনের খসড়া প্রস্তাবের ওপর ১০ তারিখ খোলাখুলিভাবে জনতার মতামত চাওয়ার পর থেকে ২৬ তারিখ পর্যন্ত মোট সাড়ে ৬ হাজারটি মতামত সংগ্রহ করা হয়েছে । বহু চীনা নাগরিক মনে করেন যে , এই আইন প্রণয়নের প্রক্রিয়ায় ব্যাপকভাবে জনতার মতামত সংগ্রহ করার যে দাবি জানানো হয়েছে , তা চীনের আইন প্রণয়নের বিষয়ে বিজ্ঞানায়ন আর গণতন্ত্রায়নের পরিচায়ক ।
রিয়েল রাইট আইনের উদ্দেশ্য সমানভাবে রাষ্ট্র , যৌথ আর ব্যক্তিগত সম্পদ রক্ষা করা । এই আইনের প্রণয়নে চীনে ব্যক্তিগত সম্পদ সুরক্ষা বিষয়ক আইন ব্যবস্থা পূর্ণাংগ হয়ে যাবে বলে তা ব্যাপক জনতার মনোযোগ আকর্ষণ করেছে । বিভিন্ন পক্ষের মতামত সংগ্রহ করার ভিত্তিতে চীনের আইন সংস্থা এ নিয়ে অব্যাহতভাবে সংশোধন আর যাচাই করবে । পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী , আগামী বছর চীনে এই আইনের খসড়া প্রস্তাব নিয়ে ভোট নেয়া হবে ।
|