২৭ জুলাই চতুর্থ দফা কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের দ্বিতীয় দিনে বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা প্রথম পূর্ণাংগ অধিবেশন আয়োজন করেছেন। তাঁরা কোরীয় উপদ্বীপে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার সমস্যায় যার যার দৃষ্টিভঙ্গী প্রকাশ করেছেন এবং প্রস্তাব দাখিল করেছেন।
পারমাণবিক অস্ত্রবিহীন কোরীয় উপদ্বীপ গড়ে তোলার লক্ষ্য এবং সংলাপের মাধ্যমে উপদ্বীপের পারমাণবিক সমস্যার সমাধান সমর্থন করার কথা বিভিন্ন পক্ষ আরেক বার ঘোষণা করেছে। তারা বলেছেন, গত বৈঠকে অর্জিত সাফল্যের ভিত্তিতে আরো গভীর ও পুরোপুরি পরামর্শ করতে হবে এবং অন্য পক্ষের অধিষ্ঠান বিবেচনা করতে হবে, যাতে প্রচেষ্টা চালিয়ে চতুর্থ দফা বৈঠকে ইতিবাচক অগ্রগতি অর্জিত হতে পারে।
২৭ জুলাই বিকালে বিভিন্ন প্রতিনিধি দল দ্বিপাক্ষিক পরামর্শ চালাতে থাকবে। জানা গেছে, চীনের উপপররাষ্ট্রমন্ত্রী তাই বিন কুও ২৮ জুলাই বিকালে বিভিন্ন পক্ষের প্রতিনিধি দলের নেতাদের জন্য ভোজ সভা আয়োজন করবেন।
|