আসিয়ান এবং চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া অর্থাত্ দশ-যোগ-তিন পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন ২৭ জুলাই বিকালে লাওসের রাজধানী ভিয়েনতিয়ানে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিনিধিরা আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি, দশ-যোগ-তিন সহযোগিতার অগ্রগতি ও উন্নয়নের দিক ইত্যাদি সমস্যা নিয়ে বিপুল ও গভীরভাবে মত বিনিময় করছেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও শিং সম্মেলনে অংশ নিয়েছেন। তিনি সম্মেলনে নতুন পরিস্থিতিতে পূর্ব এশিয়া অঞ্চলের সহযোগিতা সম্পর্কে চীনের মতামত বিশদভাবে ব্যাখ্যা করবেন।
আসিয়ান এবং চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন হচ্ছে দশ-যোগ-তিন অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলন কাঠামোর একটি মন্ত্রী পর্যায়ের সম্মেলন ব্যবস্থা। এটি আসিয়ান সম্মেলনের প্রস্তাবে। এবং আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের পর অনুষ্ঠিত হয়ে থাকে।
|