২৬ জুলাই জাতি সংঘ নিরাপত্তা পরিষদে গৃহিত একটি প্রস্তাবে সশস্ত্র সংঘর্ষে শিশু রক্ষা সংক্রান্ত সার্বিক ব্যবস্থা প্রতিষ্ঠা আর শিশু সৈন্য নিয়োগ ইত্যাদি ছয় ধরনের অপরাধ তত্তাবধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে । জাতি সংঘ মহাসচিবের দাখিল করা সংঘর্ষ পাড়িত অঞ্চলে শিশুদের হতাহতের ঘটনা তদন্ত করার জন্য নিরাপত্তা পরিষদ একটি কর্ম গ্রুপ গঠন করবে । যে সব সশস্ত্র শক্তি শিশু রক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক আইন লংঘন করেছে , নিরাপত্তা পরিষদ তাদের প্রতি নির্দিষ্ট সময়ের মধ্যে শিশু হত্যাসহ নানা ধরনের অপরাধ বন্ধ করার দাবী জানাবে , নইলে জাতি সংঘ শাস্তিমূলক ব্যবস্থা নেবে । জাতি সংঘের ইতিহাসে এই প্রথমবার এই ধরনের তত্ত্বাবধান ব্যবস্থা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
জাতি সংঘের একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , গত দশ বছরে মোট ২০ লক্ষ শিশু সশস্ত্র সংঘর্ষে প্রাণ হারিয়েছে , ৬০ লক্ষ শিশু আহত বা বিকলাঙ্গ হয়েছে ।
|