২৬ জুলাই যুক্তরাষ্ট্রের কেনিদি মহাকাশ কেন্দ্রের একজন কর্মকর্তা বলেছেন , তারা ডিস্কভারি নভো খেয়াযান উত্ক্ষেপনের ভিডিও ক্যাসেট দেখার সময় লক্ষ্য করেছেন যে , ডিস্কভারি উত্ক্ষেপনের সময় অল্পকিছু হিট- ইনসুলেশন টালি ও ফোম রাবার পড়েছে। তিনি বলেছেন , কমপক্ষে তিন বর্গসেন্টিমিটারের একটি হিট ইনসুলেশন টালি খেয়াযানের সামনের দিকে পড়ে ধাক্কা লেগেছে এবং আরো কিছু হিট- ইনসুলেশন রাবার খেয়াযানের বাইরে ঝুলানো জ্বালানী বক্সের উপরে পড়েছে । খেয়াযান ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা , তা' পরীক্ষা করতে কয়েক দিন সময় লাগে ।
২০০৩ সালে ' কলম্বিয়া' নামক খেয়াযান উত্ক্ষপনের সময় খেয়াযান থেকে পড়া হিট- ইনসুলেশন টালি ও রাবার খেয়াযানের পাখাকে ক্ষতিগ্রস্থ করেছিল বলে কলম্বিয়া প্রত্যাবর্তনের সময় আকাশে মারাত্মকভাবে বিধ্বস্ত হয় , খেয়াযানের সাতজন নভোচারির সবাই নিহত হন ।
|