" চীন-জাপান পর্যটন আদান-প্রদান জোরদার সম্মেলন" ২৬ জুলাই জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হয়েছে। এবারকার সম্মেলনের প্রসঙ্গ হচ্ছে পর্যটনের মাধ্যমে আদান-প্রদান সামনে এগিয়ে নিয়ে যাওয়া, পারষ্পরিক সমঝোতা গভীর করা এবং মৈত্রী ত্বরান্বিত করা।
এবারকার সম্মেলন চীনের জাতীয় পর্যটন ব্যুরো এবং জাপানে চীনের দূতাবাসের যৌথ আয়োজন । জাপানের সিনেটের স্পীকার ওগি ছিকাগে,ক্যাবিনেট সচিব হোসোতা হিরোইউকিসহ জাপানের রাজনৈতিক ও অর্থনৈতিক মহল এবং মৈত্রীদলের আটশ লোক আমন্ত্রিত হয়ে সম্মেলনে অংশ নিয়েছেন।
চীনের জাতীয় পর্যটন ব্যুরোর মহাপরিচালক শাও ছিওয়েই তাঁর বানীতে বলেছেন, তিনি আশা করেন যে, দু'দেশের পর্যটন মহল দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানে পর্যটনের বিশেষ ভূমিকার উপর গুরুত্ব দেয়।
জাপানস্থ চীনের রাষ্ট্রদূত ওয়াং ই বলেছেন, ২৫ জুলাই দু'দেশের সরকার সার্বিকভাবে জাপানে চীনা নাগরিকদের পর্যটন উন্মূক্ত করেছে। এটি দু'দেশের বেসরকারী আদান-প্রদানের নতুন অবস্থা উন্মোচিত করেছে। এই সাফল্য বর্তমানে দু'দেশের প্রতিকূলরাজনৈতিক সম্পর্কের পরিস্থিতিতে অর্জিত হয়েছে।
সম্মেলনে যোগদানকারী জাপানের রাজনৈতিক ও অর্থনৈতিক মহলের ব্যক্তিরা একে একে বানী পাঠ করেছেন। তাঁরা দু'দেশের বেসরকারী মৈত্রীর সক্রিয় স্বীকৃতি দিয়েছেন।
|