২৬ তারিখ রাতে ইস্রাইলের প্রধানমন্ত্রী আরিয়েল শ্যারন প্যারিসে পৌঁছে ফ্রান্সে তাঁর তিনদিনব্যাপী সফর শুরু করেছেন । এবার হল ২০০১ সালে শ্যারন ইস্রাইলের প্রধানমন্ত্রী হওয়ার পর তার প্রথমব ফ্রান্স সফর ।
জানা গেছে, সফরকালে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট শিরাকের সঙ্গে বৈঠক করবেন । দু'পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা, মধ্য-প্রাচ্যের শান্তি প্রক্রিয়া, ইস্রাইলের গাজা অঞ্চল থেকে প্রত্যাহ্যার ইত্যাদি প্রশ্ন নিয়ে মত বিনিময় করবে । সফরের আগে,শ্যারন ফ্রান্সের সংবাদমাধ্যমকে স্বাক্ষাত্কারদেওয়ার সময়ে বলেছেন যে, তিনি আশা করেন ,এবারকার সফরের মাধ্যমে ফ্রান্সের সঙ্গে সম্পর্কের নতুন পৃষ্ঠা খুলা হবে ।
সাম্প্রতিক বছরে, ফ্রান্স ও ইস্রাইলের "ফিলিস্তিন-ইস্রাইল সম্পর্ক" ইত্যাদি বিষয়ে বিরাট মতভেদ আছে , এর জন্যে দু'পক্ষের সম্পর্কের অবনতি ঘটেছে । কিন্তু এই বছরে, শ্যারনের প্রত্যাহ্যারের সিদ্ধান্ত ফ্রান্সের প্রশংসা পেয়েছে , দু'পক্ষের সম্পর্ক শীঘ্রই সুষ্ঠু হচ্ছে । ফ্রান্স আশা করে, ইস্রাইল পক্ষ মধ্য-প্রাচ্য "শান্তির রোড ম্যাপের পরিকল্পনার" কাঠামোতে "ফিলিস্তিন-ইস্রাইল" সমস্যা সমাধান করার মত গ্রহণ করবে এবং অবশেষে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করবে ।
|