আটত্রিশতম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন ২৬ জুলাই বিকেলে লাওসের রাজধানী ভিয়েনথিয়েনে সমাপ্ত হয়েছে। আসিয়ানের দশজন পররাষ্ট্রমন্ত্রী আসিয়ানের একীকরণ এবং অভিন্ন স্বার্থজড়িত আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে যৌথ ইস্তাহার প্রকাশ করেছেন।
ইস্তাহারে বলা হয়েছে, আসিয়ানের অভিন্ন বৈশিষ্ট্য গঠনের লক্ষ্য বাস্তবায়নের জন্যে আসিয়ান একীকরণ প্রক্রিয়া আরো সামনে এগিয়ে নিয়ে যাবে।এবারকার সম্মেলনে স্বাক্ষরিত " আসিয়ান উন্নয়ন তহবিল গঠনের চুক্তি" " ভিয়েনথিয়েন তত্পরতা কর্মসূচীর" বাস্তবায়নে পুঁজির নিশ্চয়তা যুগিয়ে দেবে। " ভিয়েনথিয়েন অভিযানের কর্মসূচীর" লক্ষ্য হচ্ছে আসিয়ানের সদস্যদেশের ব্যবধান কমানো। ইস্তাহারেআসিয়ান সনদ প্রণয়নের প্রক্রিয়া আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।
সম্মেলনে জাতি সংঘ নিরাপত্তা পরিষদের সম্প্রসারিত সমস্যা নিয়ে যৌথ বিবৃতি প্রকাশিত হয়।
দক্ষিণ সাগর সমস্যা প্রসঙ্গে ইস্তাহারে বলা হয়েছে, আসিয়ান এবং চীন দক্ষিণ সাগরের বিভিন্ন পক্ষের তত্পরতার ঘোষণা বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা করার জন্যে যৌথ কর্মগ্রুপ গঠন করবে।
বিবৃতিতে সম্প্রতি সংঘটিত সন্ত্রাসী হামলা, ইরাকের পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া ইত্যাদি অভিন্ন স্বার্থজড়িত আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যার উপর নিবিড় দৃষ্টি রাখা হয়েছে।
|