v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-27 13:19:58    
প্রদানের ঋতু

cri
    সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, গত সপ্তাহে আপনারা ভালো ছিলেন? আমি জানতে চাই বাংলাদেশ এবং ভারতে গ্রীষ্মকালীন ছুটি কি শুরু হয়েছে? চীনেও এখন গ্রীষ্মকাল। ছাত্রছাত্রীরা অর্ধ বছর লেখাপড়া শেষ করার পর একটি লম্বা ছুটি পান। কিন্তু অনেকই ছুটির পরেই স্নাতক হবে বলে গ্রীষ্মের ছুটিকে বিদায় দেয়। চীনে প্রতি গ্রীষ্মে অনেক বেশি স্নাতক অশ্রুসিক্ত চোখে অথচ মৃদুহাস্য মুখে প্রিয় শিক্ষকদের কাছ থেকে বিদায় নেন এবং সুপরিচিত ক্যাম্পাস ত্যাগ করেন । আজকের অনুষ্ঠানে আমি চারটি গান আপনাদের উপহার দেবো। এ সব গানে বিদায়ের সময় মানুষের মনের অবস্থা বর্ণনা করা হয়েছে। আপনারা আমার সঙ্গে এ সব গানে অবিস্মরণীয় তারুণ্যপূর্ণ সময় উপলব্ধি করতে পারবেন। পরে আমরা থাইওয়ানের "S H E" নামক একটি ব্যান্ডের গাওয়া " ভ্রমণ" নামক গান শুনবো। সঙ্গীত মঞ্চে প্রবেশের পর থেকে S H E হলো যুবসম্প্রদায় ও চমত্কারিত্বের প্রতিশব্দ। এই ব্যান্ডের সদস্যরা নিজদের সুন্দর অবয়ব ও মধুর কন্ঠস্বর দিয়ে দ্রুত অসংখ্য দর্শকশ্রোতার মন জয় করেছেন। তাদের গাওয়া "ভ্রমণ" নামক এই গানে বন্ধুর আন্তরিক অনুভূতি বর্ণনা করা হয়েছে। আচ্ছা, বন্ধুরা, এখন গানটি শোনা যাক।

 "ব্যাঘ্র-শাবক দল" হচ্ছে চীনের সঙ্গীত মঞ্চে আরেকটি লক্ষনীয় ব্যান্ড। এই ব্যান্ড গত শতাব্দীর আশির দশকে তিন জন যুবক নিয়ে গঠিত হয়। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অবশেষে এই ব্যান্ড ভেঙ্গে দেওয়া হয়েছে। এই ব্যান্ডের সদস্যরা আলাদা আলাদাভাবে চাকরি করেন। পরে আমার সঙ্গে এই ব্যান্ডের একজন সদস্য উ ছিলংয়ের গাওয়া " শুভ ভ্রমণ" নামক একটি গান শুনবেন। এই গান খুব ভালভাবে স্নাতকের হৃদয়ানুভূতি ব্যাখ্যা করেছে। গানের কথা হলো:

    তুমি সুটকেস কাঁধে নেওয়ার সময় আমি চোখের জল চেপে রাখি,

    স্মিত-হাস্যে আমি তোমাকে হাত নেড়ে বিদায় জানাই।

    আমার বন্ধু, তোমার শুভ ভ্রমণ কামনা করছি,

    তুমি প্লাটফর্মে যাও, এর পরে তুমি শুধু একাএকা পথ চলবে।

    আমি কায়মনে তোমার শুভ কামনা করি,

    আমার সুপ্রিয় সঙ্গী। আচ্ছা, বন্ধুরা, চলুন গানটি শুনি।

    উ সিখাই হচ্ছেন চীনের মঞ্চে একজন সুদক্ষ গায়ক ও সুরকার। কারণ তাঁর কর্মে আছে হৃদয়ের ছোঁয়া। তাকে " ভালোবাসার পিয়ানোবাদক" বলে ডাকা হয়। মানবজাতির হৃদয়ের সবচেয়ে কমনীয় অনুভূতি আঁকড়ে ধরার ক্ষেত্রে তিনি খুব কুশলী। তিনি নিজের বিশেষ কন্ঠস্বর দিয়ে গানের বিষয়বস্তু প্রকাশ করেছেন। ফলে দর্শকশ্রোতারা গভীরভাবে মুগ্ধ হয়েছেন। কিন্তু বর্তমানে উ সিখাই সঙ্গীত মঞ্চ থেকে নেপথ্যে সরে গিয়েছেন। তিনি অন্যান্য যুবক-যুবতীদের জন্য গান রচনা করেন। এর মধ্যে অনেক গান খুবই জনপ্রিয়। পরে আমরা একসাথে উ সিখাইয়ের একটি গান উপভোগ করবো। গানের নাম হচ্ছে " আগামীকালও আমরা সহযোগী হবো" । এই গানে ডিগ্রি পাওয়ার প্রাক্কালে ছাত্রছাত্রীদের মধ্যকার শুভ কামনা ও ভবিষ্যতের জীবনের প্রতি তাদের আকাংক্ষা বর্ণনা করা হয়েছে। আচ্ছা, প্রিয় বন্ধুরা, এখন গান শুনি।

    ফ্যান ওইছি হচ্ছেন সম্প্রতি চীনের সঙ্গীত মঞ্চে একজন নতুন তারকা। তিনি হার্ভার্ডবিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পেয়েছেন। ২০০৩ সালে তিনি নিজের তৃতীয় CD সংকলন প্রকাশ করেন। এর নাম হচ্ছে " সত্যি, দয়ালু ও সুন্দর"। তিনি আশা করেন যে সুখী জীবনের সন্ধানে মানুষের মন কখনও থামবে না। এই সংকলনে ফ্যান ওইছি চীনের সঙ্গীত প্রতিভাধর ব্যক্তি পু শু'র " সেসব ফুল" নামে একটি গান আরেকবার গেয়েছেন। গানে ফুলের প্রস্ফুটিত হওয়া ও ঝরে যাওয়ার প্রতিমূর্তিরমাধ্যমে বিদায়ের সময়ে বেদনা-বিধুর ভাবাবেগ বর্ণনা করা হয়েছে। আচ্ছা, আমার বন্ধুরা, এখন গানটি শুনবো।

    প্রিয় বন্ধুরা, আজকের সুরের ভূবন অনুষ্ঠানের সময় শেষ হয়ে এল। আশা করি আজকের অনুষ্ঠানের গানগুলো আপনাদের জন্যে একটি সুন্দর অনুভূতি বয়ে এনেছে। আমাদের সুরের ভূবন অনুষ্ঠান প্রসঙ্গে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আজকের সুরের ভূবন শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।