লাওসের পররাষ্ট্রমন্ত্রী সোমসাভাট ২৬ জুলাই বিকালে ঘোষণা করেছেন, মায়ানমার ২০০৬ সালের জুলাই মাস থেকে আসিয়ানের পালাক্রমিক সভাপতি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের অধিকার ত্যাগ করেছে।
মায়ানমার সরকার আশা করেছে, ২০০৬ সালে মায়ানমার দেশের জাতীয় সমঝোতা ও গণতন্ত্রিক প্রক্রিয়া সার্বিকভাবে ত্বরান্বিত করবে। তাই সে আসিয়ানের পালাক্রমিক সভাপতি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করার অধিকার ত্যাগ করেছে। আসিয়ানের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী, ফিলিপাইন মায়ানমারের স্থলাভিষিক্ত হবে। ফিলিপাইন আগামী বছরের জুলাই মাস থেকে পালাক্রমিক সভাপতি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবে।
সোমসাভাট বলেছেন, আসিয়ান রাজি হয়েছে যে, মায়ানমার আসিয়ান পালাক্রমিক সভাপতি রাষ্ট্র দায়িত্বগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করলে পালাক্রমিক সভাপতি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করতে পারবে।
|