২৬ জুলাই চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রধান লি তে সুই পেইচিংয়ে বলেছেন , চীনের প্রথম অর্থনৈতিক জরিপের তথ্য সংগ্রহের কাজ মোটামুটি সম্পন্ন হয়েছে , আগামী সেপ্টেম্বর মাস থেকে এই সব তথ্য প্রকাশিত হবে । পেইচিংয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক জরীপ সংক্রান্ত একটি আন্তর্জাতিক আলোচনা সভায় লি তে সুই এই কথা বলেছেন ।
জানা গেছে , এবারকার অর্থনৈতিক জরীপে ২০০৪ সালে শিল্প , স্থাপত্য শিল্প আর পরিসেবা ক্ষেত্রের কলকারখানা ও ব্যক্তিমালিকানাধীন শিল্প উত্পাদনের অবস্থা ও উন্নয়ন সম্বন্ধে সার্বিকভাবে জরীপ করা হয়েছে । পাঁচ হাজারটিরও বেশী কলকারখানা ও ব্যক্তিগত শিল্পপতি এই জরীপে অংশ নিয়েছিলেন ।
তে সুই বলেছেন , এই জরীপে সংগ্রহ করা তথ্যগুলো চীনের পরবর্তী পাঁচশালা পরিকল্পনা আর সরকারের সামষ্টিক নিয়ন্ত্রন নীতি প্রনয়নে কাজে লাগবে ।
|