v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-26 20:15:59    
২৬ জুলাই

cri
    ২৬ জুলাই ১৯১৪ ডুবলিনে অভ্যুন্খান

    ১৯১৪ সালের ২৬ জুলাই আয়ারল্যান্ডেরআইজল্যান্ডের রাজধানী ডাবলিনে অভ্যুন্খান ঘটে। এর আগে সংঘটিত গলি লড়াইয়ে নিহত অভ্যুন্খানকারীদের জন্য আয়োজিত অত্যোস্টিক্রিয়ায় কয়েক হাজার লোক সমাবেশিত হয়।যুদ্ধ যে কোনো সময় বাঁধতে পাছে । ব্রিটিশ সরকার স্থানীয় স্বশাসন পরিকল্পনা বর্জন করতে বাধ্য হয়। সে বছরের জুলাই মাসের শেষ দিকে সমস্ত সমস্যার নিষ্পত্তি স্থগিত রাখা হয়। কিন্তু আইরিশরা যেন এই যুদ্ধ বন্ধ করতে চায় না। সুতরাং এক বছরের মধ্যে এই সহিংস সংঘর্ষ আবার ঘটে।

    ২৬ জুলাই ১৯৪৫ পুস্টান ঘোষণাপত্রপ্রকাশ

    ১৯৪৫ সালের ২৬ জুলাই চীন , মার্কিন যুক্তরাষ্ট্র আর ব্রিটেন পোটসডাম-সম্মেলন চলাকালে "পোটসডাম ঘোষণাপত্র " প্রকাশ করে।১৯৪৫ সালের ১৭ জুলাই জার্মানীর বার্লিন শহরের উপকন্ঠেরপোটসডামে সৌভিয়েত ইউনিয়ান, মার্কিন যুক্তরাষ্ট্র আর ব্রিটেনের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সম্মেলন চলাকালে জাপানের বিরুদ্ধে চরমপত্র ধরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এই বিজ্ঞপ্তি প্রণয়ন করে এবং ব্রিটেন এই বিজ্ঞপ্তির অনুমোদন দেয়। চীন সেবারকার বিজ্ঞপ্তি প্রণয়নে যোগ দেয়নি। কিন্তু সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হবার আগে চীনের অনুমোদন পায়। ১৯৪৫ সালের ৮ আগস্ট সৌভিয়েত ইউনিয়ান জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর এই বিজ্ঞপ্তিতে যোগ দেয়। ১৯৪৫ সালের ১৪ অগাষ্ট জাপানের সম্রাট পোটসডাম বিজ্ঞপ্তি গ্রহণ করে যুক্ত বাহিনীর কাছে আত্মসর্মপন করে।

    ২৬ জুলাই ১৯৫৬ মিশরের প্রেসিডেন্ট নাসের সুয়েজ খাল গ্রহণ করে

    সুয়েজ খাল হচ্ছে মিশরের একটি বিখ্যাত আন্তর্জাতিক নদী। ১৮৬৯ সালের পর এই নদী ব্রিটেন আর ফ্রান্সের কম্পানির নিয়ন্ত্রণাধীন ছিল। ১৯৫৬ সালের ২৬ জুলাই মিশরের প্রেসিডেন্ট নাসের সুয়েজ খাল মিশরের কাছে হস্তান্তরের দাবী জানান। ১৯৫৬ সালের ২ আগষ্ট যুক্তরাষ্ট্র, ব্রিটেন আর ফ্রান্স একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে সুয়েজ খাল মিশরের কাছে হস্তান্তরের বিরোধীতা প্রকাশ করা হয়। ১৬ আগষ্ট উল্লেখিত তিন দেশের প্রস্তাবে ২২টি দেশের অংশ-নেওয়া আন্তর্জাতিক সম্মেলন লন্ডণে অনুষ্ঠিত হয়। কিন্তু মিশর এই সম্মেলনে অংশ নিতে অস্বীকার করে। অবশেষে সম্মেলনে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। ১৩ অকটোবর জাতি সংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত একটি সিদ্ধান্তে নিধার্রন করা হয় যে, সুয়েজ খালের উপর মিশরের সার্বভৌমত্বের অধিকারকে সম্মান করতে হবে।

    ২৬ জুলাই ১৯৬৩ যুগোস্লাভিয়ায় ভূমিকম্পে ১০০০ নিহত

    ১৯৬৩ সালের ২৬ জুলাই যুগোস্লিভিয়ার স্কোপুলি শহরে ভূমিকম্প ঘটে। এতে হাজারাধিক লোক মারা যায়। তা ছাড়া, সেই ভূকম্পে এই শহরের ৮৫ শতাংশ বসতি এলাকা বিধ্বংস হয়। এ সব বসতি এলাকা দ্বিতীয় মহা যুদ্ধের পর পূণনির্মিত হয়। যুগোস্লাভিয়ার কর্মকর্তারা বলেন, এই শহরের এক লক্ষ ৭০ হাজার অধিবাসীর মধ্যে অর্ধেকই গৃহহারা হয়।

    ২৬ জুলাই ১৯৯৮ কাম্পুচিয়ার প্রথম সাধারণ নিবার্চন

    ১৯৯৮ সালের ২৬ জুলাই বিশ্ব সমাজের দৃষ্টি-আর্কষী কাম্পুচিয়ার জাতীয় সংসদ নির্বাচন সময় মতোই অনুষ্ঠিত হয়। ৩৯টি রাজনৈতিক দল ১২২টি আসন নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়। ১ আগস্টনিবার্চনের প্রাথমিক ফলাফলে দেখা যায় হোনসেনের নেতৃত্বাধীন গণ পাটি সাধারণ নির্বাচনে জয়লাভ করে। কাম্পুচিয়ার সংবিধান অনুযায়ী সে বছরের ১০ আগষ্ট গণ পাটি যুক্ত সরকার প্রতিষ্ঠা করতে শুরু করে। গণ পাটির সুপারিশ-করা একমাত্র প্রার্থী হোনসেন কাম্পুচিয়ার প্রথম প্রধান মন্ত্রী নিযুক্ত হন।