২৫ তারিখ প্রকাশিত মার্কিন সরকারের একটি তদন্ত রিপোর্টে বলা হয়েছে , ইরাকে পুলিশ নিয়োগ আর পরীক্ষা করার ক্ষেত্রে বহু ভুলত্রুটি আছে । ফলে কিছুসংখ্যক মার্কিন বিরোধী সশস্ত্র ব্যক্তি ইরাকী পুলিশে অনুপ্রবেশ করেছে ।
মার্কিন পররাষ্ট্র দফতর আর প্রতিরক্ষা দফতরের একটি ছ'সদস্যের তদন্ত গ্রুপ এবছরের প্রথম দিকে ইরাকের পুলিশ প্রশিক্ষণ নিয়ে ৫ সপ্তাহব্যাপী তদন্ত চালানোর পর এই রিপোর্ট দাখিল করেছে । রিপোর্টে বলা হয়েছে , এ পর্যন্ত পর্যাপ্ত সাক্ষ্য থেকে প্রতিপন্ন হয়েছে যে , কিছুসংখ্যক সন্ত্রাসী ও মার্কিন বিরোধী সশস্ত্র ব্যক্তি ইরাকী পুলিশে অনুপ্রবেশ করেছে ।
আরো বেশি ইরাকী যাতে নতুন পুলিশ ব্যবহারের কাজে যোগ দিতে পারে , রিপোর্টে সে সম্বন্ধে প্রস্তাব দেয়া হয়েছে । কারণ ভাষা ও সংস্কৃতির কারণে যোগ্য পুলিশ বাছাই করার ব্যাপারে স্বদেশের লোকদের ক্ষমতা আরো বেশি ।
|