চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান চিয়া ছিং লিন ২৫ তারিখ পেইচিংয়ে বলেছেন , চীন সরকার চীনের আধুনিকায়ণের নির্মানকাজে বিদেশী কর্মী বিশেষ করে উচ্চ পর্যায়ের কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে ।
চীনের রাষ্ট্রীয় পরিষদের প্রবাসী চীনা বিষয়ক কার্যালয়ের বিদেশী বিশেষজ্ঞ পরামর্শ কমিটির প্রতিষ্ঠা অধিবেশন ২৫ তারিখ পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে । চিয়া ছিং লিন বিশেষজ্ঞ কমিটির প্রথম কিস্তি সকল সদস্যের সংগে সাক্ষাত করেছেন ।
চিয়া ছিং লিন আশা করেন যে , বিশেষজ্ঞরা চীনের আধুনিকায়ন নির্মানকাজের প্রধান প্রধান বিষয়কে কেন্দ্র করে চীনের বিজ্ঞান , প্রযুক্তি ও শিক্ষা উন্নয়নের বুনিয়াদি প্রকল্প এবং চীনের মধ্য ও পশ্চিমাংশ আর ব্যাপক গ্রামাঞ্চলের ওপর বেশি গুরুত্ব দিয়ে চীনের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য আরো বেশি অবদান রাখবেন ।
প্রতিষ্ঠা অধিবেশনে অংশগ্রহনকারী বিশেষজ্ঞ কমিটির প্রথম কিস্তির৩০জন সদস্য প্রবাসী চীনা বিশেষজ্ঞ । তারা যথাক্রমে যুক্তরাষ্ট্র , কানাডা , বৃটেন , ফ্রান্স প্রভৃতি ন'টি দেশ থেকে এসেছেন ।
|