জাপান, জার্মানী, ব্রাজিল ও ভারত নিয়ে গঠিত চার রাষ্ট্র-গোষ্ঠী আর আফ্রিকান ইউনিয়ন ২৫ জুলাই লন্ডনে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে আফ্রিকান ইউনিয়ন চার রাষ্ট্র-গোষ্ঠী উত্থাপিত সংশ্লিষ্ট নিরাপত্তা পরিষদ সম্প্রসারণের খসড়া প্রস্তাবপ্রত্যাখ্যান করেছে।
সম্মেলন শেষে চার রাষ্ট্র-গোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, মিলিতভাবে জাতি সংঘ নিরাপত্তা পরিষদ সম্প্রসারণের খসড়া প্রস্তাব দাখিল করার জন্য তারা আফ্রিকান ইউনিয়নের সঙ্গে অব্যাহতভাবে সহযোগিতা করবে। কিন্তু আফ্রিকান ইউনিয়নের সদস্য দেশ নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আডেনিজিও সংবাদ মাধ্যমকে বলেছেন, আফ্রিকান ইউনিয়ন চার রাষ্ট্র-গোষ্ঠীর সঙ্গে মিলে নতুন প্রস্তাব দাখিল করার প্রয়াস চালাবে। উভয় পক্ষই বলেছে, আগামী কয়েক সপ্তাহে নতুন প্রস্তাব নিয়ে পরামর্শ করবে।
|