২৬ জুলাই চীনের আন্তর্জাতিক বানিজ্য উন্নয়ন কমিটি সূত্রে প্রকাশ , চীনের বানিজ্য মন্ত্রণালয় , চীনের আন্তর্জাতিক বানিজ্য উন্নয়ন কমিটি , বৃটেন ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ উদ্যোগে ২০০৫ সালের চীন-ইউরোপীয় ইউনিয়ন শিল্প ও বানিজ্য মহলের শীর্ষ সম্মেলন ৫ সেপ্টেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত হবে ।
জানা গেছে , এ বছর চীন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কুটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩০ তম বার্ষিকী । এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের সময় চীন ও ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দের অষ্টম অধিবেশন অনুষ্ঠিত হবে । চীনের নেতৃবৃন্দ , ই ইউর পালাক্রমিক চেয়ারম্যান দেশ বৃটেন , ই- ইউ কমিটির নেতৃবৃন্দ আর রাজনৈতিক ও অর্থনৈতিক মহলের গণ্যমান্য ব্যক্তিরা এই শীর্ষ সম্মেলনে অংশ নেবেন এবং ভাষণ দেবেন । চীন ও ই -ইউর পাঁচ শ' শিল্পপতি এই শীর্ষ সম্মেলনে অংশ নেবেন ।
জানা গেছে , এই শীর্ষসম্মেলনের চারটে আলোচ্য বিষয় হলো নতুন আর্থিক কর্মসূচী সৃষ্টি ও পরিসেবা বাড়ানো , শিল্পকম্পানি পরিচালনা ও কম্পানির সামাজিক দায়িত্ব , শিল্পপ্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বি শক্তি বাড়ানো ও ভালো গুনমানের পন্য তৈরী আর মেধা স্বত্ব রক্ষা ।
|