চতুর্থ দফা কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠক ২৬ জুলাই সকালে নয়টায় পেইচিংয়ের রাষ্ট্রীয় অতিথি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধি দল অব্যাহতভাবে কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা নিয়ে আলোচনা করছেন।
এটি হচ্ছে ছ'পক্ষীয় বৈঠক অচলাবস্থায় পড়ার ১৩ টি মাস পর আবার শুরু হবার প্রতীক।
চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী উ তাওয়েই উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম কিয়ে-গুয়ান, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর হিল, দক্ষিণ কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সোং মিন-সুন, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেক্সেইয়েভ এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের পরিচালক সাসাই কেনিছির যার যার দলের নেতৃত্ব দিয়ে এবারকার ছ'পক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন।
|