দিনব্যাপী ৩৮তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন ২৬ জুলাই লাউসের রাজধানী ভিনটিয়ানে উদ্বোধন হয়েছে, আসিয়ানের ১০টি দেশ এবং পাপুয়া নিউ গিনি ও পূর্ব টিমোরের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধি আর আসিয়ানের মহাসচিব এবারকার সম্মেলনে অংশ নিয়েছেন।
অংশগ্রহণকারী পররাষ্ট্রমন্ত্রীরা প্রধানতঃ আশিয়ানের ঐক্য জোরদার এবং আসিয়ানের একীকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করণ নিয়ে আলোচনা করবেন। তাঁর "আসিয়ান সনদ"-র খসড়া ও এই বছরের শেষ দিকে অনুষ্ঠিতব্য আসিয়ানের শীর্ষ সম্মেলনের কর্মসূচি এবং অংশগ্রহণকারী দেশ ইত্যাদি প্রশ্ন পর্যালোচনা ও করবেন। সম্মেলনে "আসিয়ান উন্নয়ন তহবিল প্রতিষ্ঠা সংক্রান্ত চুক্তি" ইত্যাদি স্বাক্ষরিত হবে, এবং চেয়ারম্যান বিবৃতি প্রকাশিত হবে।
|