পীপলস ডেইলি পত্রিকার খবরে প্রকাশ, চীনের গণ-নিরাপত্তা মন্ত্রণালয়ের গমণাগমণ ব্যবস্থাপনা ব্যুরো সূত্রে প্রকাশ, ২৫ জুলাই থেকে মূলভূভাগে তাইওয়ানী অধিবাসীদের আসা-যাওয়া ও মূলভূভাগে থাকার সহজ ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে কার্যকরী হবে।
গমণাগমণ ব্যবস্থাপনা ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তা বলেছেন, সহজ ব্যবস্থায় তাইওয়ানী অধিবাসীদের আসা-যাওয়া ও থাকার আনুষ্ঠানিকতা সংক্ষিপ্ত হয়েছে। এর সঙ্গে সঙ্গে গমণাগমণ ব্যবস্থাপনা ব্যুরো মূলভূভাগে তাইওয়ানী অধিবাসীদের আসা-যাওয়া ও থাকার আবেদন ও যাচাইয়ের পদ্ধতি উন্নত করেছে।
জানা গেছে, এ ব্যবস্থা আগে তাইওয়ানী অধিবাসীদের পূর্ব-পুরুষদের সঙ্গে মিলন ও ভ্রমণ থেকে বর্তমানে পুঁজি বিনিয়োগ, ব্যবসা, লেখাপড়া এবং শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, স্বাস্থ্য, ক্রিড়া ইত্যাদি আদান-প্রদান তত্পরতা পর্যন্ত বিস্তৃত হয়েছে। গত ৬ মাসে মূলভূভাগে আসা তাইওয়ানী অধিবাসীদের সংখ্যা ২ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে।
|