v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-25 21:07:59    
২৫ জুলাই

cri
     ২৫ জুলাই ১৯০৭ কোরিয়ার উপর জাপানের সার্বিক তত্বাবধান ও ব্যবস্থাপনা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

    ১৯১৮ সালের ২৫ জুলাই সৌভিয়েত রাশিয়া " চীনা জনগণ আর চীনের দক্ষিণ-উত্তর সরকারের প্রতি রাশিয়ার সৌভিয়েত ফেডারেল সমাজতন্ত্রিক প্রজাতন্ত্রের ঘোষণাপত্র" প্রকাশ করে। ঘোষণাপত্রে বলা হয় , রাশিয়ার সৌভিয়েত ফেডারেল সমাজতন্ত্র শুধু যে স্বদেশের শ্রমিক শ্রেণীকে সাহায্য করে তাই নয় চীনা জনগণকেও সাহায্য করতে চায়। ঘোষণাপত্রের উপসংহারে প্রস্তাব উত্থাপন করা হয় যে চীনা জনগণকে নিজের সরকারের মাধ্যমে শীঘ্রই সৌভিয়েত সরকারের সঙ্গে আনুষ্ঠানিক সর্ম্পক প্রতিষ্ঠা করতে হবে এবং লাল ফৌজের সঙ্গে বৈঠক করার জন্য নিজের প্রতিনিধি পাঠাতে হবে।

    ২৫ জুলাই ১৯৬১ সৌভিয়েত ইউনিয়ান আর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা পরিকল্পনার সম্প্রসারণ

    ১৯৬১ সালের ২৫ জুলাই মার্কিন প্রেসিডেন্ট কেনেডি এবং সৌভিয়েত ইউনিয়ানের প্রধান মন্ত্রী হলোশিওফ যথাক্রমে বিপুল পরিমাণে সামরিক ব্যয় বাড়ানোর দাবী জানান। সে দিন রাতে টেলিভিশনে সারা দেশের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় কেনেডি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বাজেট ৩৫০ কোটি মার্কিন ডলার্র বাড়ানোর পরিকল্পনা করছে। তিনি আরও বললেন, সৌভিয়েত ইউনিয়ানকে প্রতিরোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য সংখ্যা আগের একগুণ হবে। অন্য দিকে সৌভিয়েত ইউনিয়ান বার্লিন সংকটের অজুহাতে সামরিক ব্যয় বাড়ায়। হলোশিওফ অভিযোগ করে বলেন , পশ্চিমা দেশগুলোর " নিরস্ত্রীকরণেরনিরস্ত্রকরণের প্রস্তাব কেকলই মুখের বুলি"।

    ২৫ জুলাই ১৯৯২ বার্সেলোনা ওলিম্পিক গেমস শুরু

    ১৯৯২ সালের ২৫ জুলাই বার্সেলোনা ওলিম্পিক গেমস শুরু হয়। মোট ১৭৩টি দেশ আর অঞ্চল সেবার ওলিম্পিক গেমসে অংশ নেয়। দক্ষিণ আর উত্তর ইয়েমেন এবং পূর্ব আর পশ্চিম জার্মানী যথাক্রমে একীভূত দেশ হিসেবে সেবারকার ওলিম্পিক গেমসে যোগ দেয়। সেবার ওলিম্পিক গেমসে অংশ নেয়ার জন্য চীন ২৫১জন ক্রীড়াবিদ পাঠিয়েছিল। তারা ২০ দফার প্রতিযোগিতায়অংশ নিয়েছিলেন। চীনের ক্রীড়াবিদরা ১৬টি স্বর্ণপদক , ২২টি রৌপ্য পদক এবং ১৬টি ব্রোন্জ পদক অর্জন করে চতুর্থ স্থান জয় করে। নারীদের দশ মিটারের হাঁটা প্রতিযোগিতায় চীনের জেন ইয়ে লিন শীরোপা অর্জন করে দৌঁড় ঝাপ নিক্ষেপ প্রতিযোগিতায় চীনের প্রথম ওলিম্পিক চ্যাম্পীয়ন হন।

    ২৫ জুলাই ১৯৯৫ প্যারিসের পাতাল রেলপথে বোমা বিস্ফোরণ ঘটে

    ১৯৯৫ সালের ২৫ জুলাই বিকাল ৫টা ৩০ মিনিটের কাছাকাছি সময় প্যারিস শহরের কেন্দ্রীয় স্থানের ভূগর্ভস্থ রেল স্টেশনে লোকে লোকারণ্য।ঠিক সেই সময় একটি গাড়ী স্টেশনে প্রবেশ করছিল। যাত্রীরা উঠা-নামা করতে ব্যস্ত।হঠাত ষষ্ঠ কক্ষে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে ৪ জন লোকমারা যায়, ৬২ জন আহত হয় । আহতদের মধ্যে ১৪জনের অবস্থা গুরুতর।। কিন্তু কেউ বা কোনো সংস্থা এই বোমা বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করে নি। বিশ্লেষকরা মনে করেন, এটা ছিল বৈদেশিক সন্ত্রাসীদের কার্যকলাপ।