২৩ তারিখ ভোরে মিসরের শার্ম-এল-শেইখে একটানা বিস্ফোরণ ঘটার পর বিশ্ব সমাজে এই ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা করেছে এবং সহযোগিতা জোরদার করে বিবিধ সন্ত্রাসের উপর কঠোরভাবে আঘাত হানার মত প্রকাশ অব্যাহত রয়েছে ।
হাজার হাজার স্থানীয় জনতা আর বিদেশী পর্যটক ২৪ তারিখ শার্ম-এল-শেইখে মিছিল আয়োজন করেছেন । তারা হাতে ফুল আর সন্ত্রাস বিরোধী শ্লোগান তুলে নিয়ে তাদের সন্ত্রাস বিরোধী দৃঢ়সংকল্প প্রকাশ করেছেন ।
জাতি সংঘ মহা সচিব কোফি আন্নান ২৩ তারিখ একটি বিবৃতিতে নিরীহ অধিবাসীদের বিরুদ্ধে ধ্বংসাত্মক তত্পরতার তীব্র নিন্দা করেছেন ।
এই ধরনের সন্ত্রাসী তত্পরতার নিন্দা করে একই দিন ইসলামী সম্মেলন সংস্থা , উপসাগরীয় সহযোগিতা পরিষদ আর ইসলামী বিশ্ব ইউনিয়ন যথাক্রমে বিবৃতি প্রকাশ করেছে । মিসর সরকার সন্ত্রাস দমনের যে ব্যবস্থা নিয়েছে , তার প্রতি তারা সমর্থন ব্যক্ত করেছে ।
|