পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী খাসুরি ২৪ জুলাই ইসলামাবাদে আবার ঘোষণা করেছেন, পাকিস্তান অব্যাহতভাবে ভারতের সঙ্গে সার্বিক শান্তি-আলোচনার প্রক্রিয়া বজায় রাখতে চায়।
পাকিস্তান-ইরান-ভারত গ্যাস পাইপ লাইন প্রকল্প প্রসঙ্গে তিনি বলেছেন, ইরানের সঙ্গে তেল আর গ্যাস সহযোগিতা বিকশিত করা পাকিস্তানের রাষ্ট্রীয় স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি আবারও ঘোষণা করেছে ন, পাকিস্তান এই সহযোগিতামূলক প্রকল্পে ভারতের যোগদানকে স্বাগত জানিয়েছে।
আরেকটি খবরে বলা হয়েছে, ভারতের তেল মন্ত্রী মনি শংকর আইয়ার ২৪ জুলাই বলেছেন, এই গ্যাস পাইপ লাইন প্রকল্প সম্ভবত আর্থিক অসুবিধার মুখে পড়বে। কিন্তু তিনি সঙ্গে সঙ্গে বলেছেন, ভারত অব্যাহতভাবে পাকিস্তান আর ইরানের সঙ্গে প্রাসঙ্গিকবিষয়ে আলোচনা করবে।
এর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশারফ আর প্রধান মন্ত্রী শওকত আজিজ বারংবার বলেছেন, ভারত আর পাকিস্তানের মধ্যে শান্তি-আলোচনার প্রক্রিয়া "অপরিবর্তিত"। এর জন্য দু' পক্ষের মিলিত প্রচেষ্টা দরকার।
|