কোরীয় উপদ্বীপের পারমানবিক সমস্যা সংক্রান্ত পেইচিং ছ'পক্ষীয় বৈঠকে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিনিধি দলের সম্মানে চীনের পররাষ্ট্র মন্ত্রি রি চাও সিং ২৫ তারিখ সন্ধ্যায় পেইচিংয়ে একটি ভোজসভার আয়োজন করেছেন ।
খবরে প্রকাশ , আবারকার ভোজসভাও পেইচিংয়ে ছ'পক্ষীয় প্রতিনিধি দলের যৌথ সাক্ষাত । লি চাও সিং তার ভাষনে কোরীয় উপদ্বীপের পারমানবিক সমস্যার বর্তমান অবস্থা আর এবারকার বৈঠকের প্রতি চীন পক্ষের কামনা সম্পর্কে বিবৃত করেছেন ।
লি চাও সিং তার অভ্যর্থনা বানীতে ছ'পক্ষীয় বৈঠকের আবার শুরু হবার প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন । তিনি জোর দিয়ে বলেছেন , ছ'পক্ষীয় বৈঠক করার উদ্দেশ্য এই অঞ্চল ও বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা ও সুসংবদ্ধ করা । বিভিন্ন পক্ষ যার যার কর্তব্যের উপর গুরুত্ব দিয়ে সম্মিলিতভাবে শান্তিপূর্ণ উপায়ে কোরীয় উপদ্বীপের পারমানবিক সমস্যা সমাধান করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন ।
|