ফিলিপিন্সের বিরোধী পার্টির সাংসদরা ২৫ তারিখ আনুষ্ঠানিকভাবে সংসদে প্রেসিডেন্ট আরোয়োর বিরুদ্ধে ইম্পীচ করার প্রস্তাব দিয়েছে ।
একই দিন সংসদে আরোয়ো স্টেট অব দি ইউনিয়ন ভাষন দেয়ার আগে ফিলিপাইনের বিরোধী পার্টি এই ইম্পীচ প্রস্তাব উথ্থাপন করেছে । এই ইম্পীচ প্রস্তাবে নির্বাচনে কারচুপি , দুর্নীতি আর আইনের স্বাভাবিক প্রয়োগে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে আরোয়োর বিরুদ্ধে।
ফিলিপাইনের আইন অনুযায়ী , সংসদে ইম্পীচ প্রস্তাবযাচাই করার জন্য সংসদে ২৩৬জন সাংসদের মধ্যে এক তৃতীয়াংশ সাংসদের অনুমতি পাওয়া প্রয়োজন । কিন্তু ফিলিপাইনের বিরোধী পার্টি এ পর্যন্ত শুধু চল্লিশাধিক সাংসদের সমর্থন পেয়েছে ।
|