আফগান প্রেসিডেন্ট কার্জায়ী ২৪ জুলাই সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী আজিজের সঙ্গে বৈঠক করেছেন। দু'পক্ষ সন্ত্রাসদমন আর আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ইত্যাদি সমস্যা নিয়ে ব্যাপকভাবে মত বিনিময় করেছে।
বৈঠক শেষে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে আজিজ বলেছেন, দু'পক্ষ নিরাপত্তার সমস্যায় আরো ঘনিষ্ঠ সহযোগিতা চালাতে রাজি হয়েছে। পাকিস্তান পক্ষ আফগানিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদের উপর আঘাত হানতে ইচ্ছুক। কার্জায়ীও বলেছেন, সন্ত্রাসবাদের হুমকির বিরুদ্ধ উভয় দেশের সহযোগিতা জোরদার করতে হবে।
আজিজ আরো বলেছেন, পাকিস্তান আফগানিস্তানকে দশ কোটি মার্কিন ডলার সাহায্য দেবে।
দু'পক্ষ একটি বাণিজ্য-পুঁজি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে।
কার্জায়ীর আমন্ত্রণে আজিজ ২৪ জুলাই কাবুলে পৌঁছে আফগানিস্তানে দিনব্যাপী আনুষ্ঠানিক সফর করেছেন।
|