২৪ তারিখে ব্রিটনের রাজধানী পুলিশ ব্যুরোর প্রধান ইয়ান ব্লেয়ার লন্ডনে ব্রাজিলের একজন নাগরিক ২২ তারিখে ব্রিটিশ পুলিশের গুলিতে ভুল বশত : নিহত হওয়ায় আত্মীয়স্বজনের উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করেছেন ।
তিনি বলেছেন, " এটি একটি দুঃখজনক ঘটনা, রাজধানী পুলিশ ব্যুরো এর জন্যে যাবতীয় দায়িত্ব বহন করবে ।"
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্রো ভুল-জনিত হত্যাকান্ডের জন্যে সহানুভূতি প্রকাশ করেছেন । এর সঙ্গে সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন যে, ব্রিটিশ পুলিশ লন্ডণ বিস্ফোরণ ঘটনা তদন্ত করার সময়ে বিরাট চাপের সম্মুখীন হয়েছে ।
২৪ তারিখে ব্রিটেনে সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী সেল্সো আমোরিম ব্রিটিশ পররাষ্ট্র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং স্ট্রোর সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন । তিনি আশা করেন, ব্রিটিশ পক্ষ ভুলজনিত হত্যার ঘটনার ব্যাখ্যা দেবে ।
২৩ তারিখে ব্রিটিশ পুলিশ ঘোষণা করেছে , আগের দিন নিহত পুরুষ হলেন ব্রাজিলের একজন বৈদ্যুতিক মিস্ত্রি, তিনি ২১ তারিখে লন্ডনে সংঘটিত বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই ।
|