২৬ জুলাই কোরীয উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত চতুর্থ ছ'পক্ষীয় বৈঠক পেইচিংয়ে অনুষ্ঠিত হবে। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে প্রকাশ, চীনের প্রতিনিধি দলের নাম তালিকা নিশ্চিত হয়েছে, দলের প্রধান উ তাওয়ে। দলের সদস্যের হচ্ছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোরীয় উপদ্বীপ বিষয়ক বিভাগের দূত ফু কুই, এশিয়া বিভাগের মহা-পরিচালক, সামরিক নিয়ন্ত্রণ মহা পরিচালক জেনারেল চাং ইয়ান।
২৫ জুলাই পর্যন্ত ছ'পক্ষীয় বৈঠকে অংশগ্রহণকারী উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, জাপান ও রাশিয়ার প্রতিনিধি দলের সবাই পেইচিংয়ে পৌঁছেছেন।
২৫ জুলাই সকালে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এবং যুক্তরাষ্ট্র ও জাপানের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলও ২৪ জুলাই যোগাযোগ করেছে। দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিনিধি দল ২৫ জুলাই বিকালে দ্বিপাক্ষিক বৈঠক করেছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাওসিং ২৫ জুলাই রাতে পেইচিংয়ে বিভিন্ন পক্ষের প্রতিনিধি দলের প্রধানদের আমন্ত্রণ জানানোর কথা।
|