সুদানের সামরিক পক্ষ ২৪ জুলাই খারতুমে প্রকাশিত একটি বিবৃতিতে বলেছে, সম্প্রতি সুদানের বাহিনী আর দারফুর অঞ্চলে সরকার বিরোধী সশস্ত্র ব্যক্তিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সুদান বাহিনীর এক জন অফিসার এবং দু জন সৈন্য নিহত হয়েছেন।
বিবৃতিতে সরকার বিরোধী সশস্ত্র শক্তিদের সম্প্রতি ঘন ঘন সামরিক তত্পরতা অবলম্বন করে স্থানীয় বাসিন্দাদের জীবন ও উত্পাদন ব্যাহত করার অভিযোগ করা হয়েছে। বিবৃতিতে আরো জোর দিয়ে বলা হয়েছে, সুদানী বাহিনী অব্যাহতভাবে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে অর্জিত চুক্তি মেনে চলবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক লোকদের রক্ষার দায়িত্ব পালন করবে।
সুদান সরকার এবং দারফুরের সরকার বিরোধী সশস্ত্র শক্তির মধ্যে গত বছরের ৪ এপ্রিল যুদ্ধ বিরতি চুক্তি অর্জিত হয়েছে। ৫ জুলাই দু'পক্ষ নাইজেরিয়ায় দারফুর সমস্যা সমাধান সংক্রান্ত নীতি স্বাক্ষর করেছে এবং আগষ্ট মাসের শেষ দিকে নতুন দফা শান্তিপূর্ণ আলোচনা আয়োজন করতে রাজী হয়েছে।
|