v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-25 15:53:02    
১৮--২৫ জুলাই,২০০৫

cri
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর

২২ জুলাই বিকাল ৩টা ১০ মিনিটে পেইচিংয়ের মহা গণ- ভবনের হংকং হলে চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিং লিন চীন সফররত বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমানের সঙ্গে সাক্ষাত্ করেছেন। দু'পক্ষ বন্ধুভাবাপন্ন এবং আন্তরিক পরিবেশে আলাপ-আলোচনা করেছেন। সাক্ষাত্কালে চেয়ারম্যান চিয়া ছিং লিন রিয়াজ রহমান এবং তাঁর স্ত্রীর চীন সফরকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের খালেদা জিয়া সরকার যে এক চীন নীতিতে অবিচল থাকে, চীন তার প্রশংসা করে।

এ সময় চীনে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত আশফাকুর রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাতের পর তিনি জানিয়েছেন, পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমানের এবারকার চীন সফর সাফল্যমন্ডিত হয়েছে। তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। তাঁরা বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসন্ন চীন সফরের প্রতীক্ষায় রয়েছেন।

চীন আন্তর্জাতিক রেড ক্রস আন্দোলনের কাজে সক্রিয়ভাবে অংশ নেবে

চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ২০ জুলাই পেইচিংয়ে রেড ক্রস সোসাইটির আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান জেকোব কেলেনবার্গারের সঙ্গে সাক্ষাত্ করার সময় বলেছেন, চীন সরকার আন্তর্জাতিক রেড ক্রস আন্দোলনের বিভিন্ন কাজে চীনের রেড ক্রস সোসাইটির সক্রিয় অংশগ্রহণ সমর্থন করে, এবং অন্য দেশের রেড ক্রস সোসাইটির সঙ্গে দীর্ঘকালীন সহযোগিতা করবে।

কেলেনবার্গার বলেছেন, রেড ক্রস আন্তর্জাতিক কমিটি আন্তর্জাতিক রেড ক্রস আন্দোলনের বিষয়াদিতে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকাকে গুরুত্ব দেয়, আন্তর্জাতিক মানবতাবাদী ক্ষেত্রে চীনের সরকার এবং চীনের রেড ক্রস সোসাইটির সঙ্গে আরো ঘনিষ্ঠ সহযোগিতা প্রত্যাশা করে।

নতুন ছপক্ষীয় বৈঠক ২৬ জুলাই পেইচিংয়ে

১৯ জুলাই বিকালে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কোরীয় উপদ্বীপ পারমাণবিক সমস্যার নতুন ছ'পক্ষীয় বৈঠক ২৬ জুলাই পেইচিংয়ে অনুষ্ঠিত হবে।

২০০৩ সাল থেকে গত বছরের জুন পর্যন্ত, কোরীয় পারমাণবিক সমস্যা-সংশ্লিষ্ট পক্ষগুলো পেইচিংয়ে তিন দফা ছ'পক্ষীয় বৈঠক করেছে। গত ফেব্রুয়ারী উত্তর কোরিয়া ঘোষণা করেছে যে, যুক্তরাষ্ট্রের বৈরী নীতির কারণে, উত্তর কোরিয়া অনির্দিষ্টকালের জন্যে ছয় পক্ষীয় বৈঠক বর্জন করে। ৯ জুলাই উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত পেইচিংয়ে বৈঠক করার পর, উত্তর কোরিয়া ছয় পক্ষীয় বৈঠকে ফিরে যাওয়ার ঘোষণা করেছে।

উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম কি-গুয়ানের নেতৃত্বাধীন উত্তর কোরিয়ার প্রতিনিধি দল ২৬ জুলাই পেইচিংয়ে অনুষ্ঠিতব্য কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত চতুর্থ ছ'পক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার জন্য ২২ জুলাই পেইচিংয়ে পৌঁছেছে।এটি হচ্ছে পেইচিংয়ে পৌঁছা প্রথম বিদেশী প্রতিনিধি দল।

চীনের মুদ্রার বিনিময় হার ব্যবস্থার সংস্কারের প্রতি আন্তর্জাতিক সমাজের ইতিবাচক মূল্যায়ণ

আন্তর্জাতিক সমাজ চীনা মুদ্রা রেন মিন পির বিনিময় হার ব্যবস্থা সংস্কার সম্বন্ধে ইতিবাচক মূল্যায়ন করেছে ।

ই ইউ কমিটির মুখপাত্রী হানসেন ২২ জুলাই ব্রাসেল্সে অনুষ্ঠিত একটি নিয়মিত তথ্য জ্ঞাপন সভায় বলেছেন , ই ইউ কমিটি মনে করে , চীনা মুদ্রার বিনিময় হার ব্যবস্থা সংস্কারের দিকস্থিতি নির্ভুল । ই ইউর বানিজ্য কমিটির সদস্য মেনদেল্সন একটি বিবৃতিতে চীনের অধিক নমনীয় মুদ্রা বিনিময় হার ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন ।

অষ্ট্রেলিয়ার বানিজ্য মন্ত্রী মার্ক ভেইল বলেছেন , দীর্ঘকালের পরিপ্রেক্ষিতে চীনের আরো নমনীয় বিনিময় হার ব্যবস্থা গোটা পৃথিবীর বাজার আরো স্থিতিশীল করে তুলবে ।

রাশিয়া , থাইল্যান্ড , মেক্সিকো , দক্ষিণ কোরিয়া ও ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক ও বানিজ্য বিভাগের কর্মকর্তারা চীনের এই সিদ্ধান্তের প্রশংসা করে বলেছেন , এটা চীনা মুদ্রার বিনিময় হারের বাজারায়ন বাস্তবায়নের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ।

সাতটি পাশ্চাত্য শিল্পোন্নত দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের প্রধানরা , আন্তর্জাতিক তহবিল সংস্থা , ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক আর যুক্তরাষ্ট্র , জাপান , জার্মানী , ফ্রান্স , কেনাডা ও সিংগাপুরও চীনের মুদ্রার বিনিময় হার ব্যবস্থার সংস্কারে সক্রিয় মূল্যায়ন করেছে ।

চীন বিদেশীদের চীনা ভাষা শেখানো ব্যবস্থা আরো উন্নত করবে

চীনের বিদেশীদের চীনা ভাষা শিক্ষা বিষয়ক পরিচালনা গ্রুপের নেতা, চীনের শিক্ষা মন্ত্রী চৌ জি ২২ জুলাই পেইচিংয়ে বলেছেন, চীন বিশ্বের বিভিন্ন অঞ্চল ও বিভিন্ন মহলের মানুষের চীনা ভাষা শেখার চাহিদা অনুযায়ী আরো দ্রুতভাবে চীনা ভাষা শেখানোর ব্যবস্থা উন্নয়ন করবে।

সেইদিন অনুষ্ঠিত বিশ্বের প্রথম চীনা ভাষা সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে চৌ জি বলেছেন, আধুনিক প্রযুক্তির দ্রুত উন্নয়ন চীনা ভাষা শিক্ষার জন্য কার্যকর পদ্ধতি যুগিয়ে দিয়েছে। আমরা নতুন তথ্য প্রযুক্তির মাধ্যমে, শিক্ষার্থীদের সঠিক চীনা ভাষার উচ্চারণ শোনাতে পারি এবং বিশ্বের সবচেয়ে ভালো শিক্ষক দিয়ে তাদের চীনা ভাষা শেখাতে পারি। তিনি আরো বলেছেন, চীন আরো বেশী চীনা ভাষা শিক্ষককে প্রশিক্ষণ দেবে এবং শিক্ষার পদ্ধতি উন্নত করবে।

পাকিস্তানে ২০০জন চরমপন্থী গ্রেফতার

২০ তারিখে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব আহমেদ খান শের্পাও সংবাদমাধ্যমকে বলেছেন যে, ১৯ তারিখ রাতে অভিযানে পাকিস্তানের পুলিশ পক্ষ ২০০জন চরমপন্থীকে গ্রেফতার করেছে ।

তিনি বলেছেন, পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশারাফের আদেশ অনুযায়ী, ১৯ তারিখ রাতে সারাদেশে চরমপন্থীদের ওপর আঘাত হানার অভিযান শুরু করেছে , এ আঘাতের লক্ষ্য হল অবৈধ ঘোষিত কিন্তু নিজেদের নাম পরিবর্তনকারী চরমপন্থী সংস্থা এবং ধর্মের নামে ঘৃণার আগুণ সৃষ্টিকারী মসজিদ ও মাদ্রাসা ইত্যাদি ।

তিনি আরো বলেছেন, পলিশের হাতে গ্রেফতার হওয়া অধিকাংশ চরমপন্থী সন্ত্রাসী তত্পরতায় অংশগ্রহণ করেছে । তবে এসব বন্দীদের সাম্প্রতিক লন্ডন বিস্ফোরণ ঘটনার সঙ্গে সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন ।তিনি জোর দিয়ে বলেছেন , এই অভিযান অব্যাহতভাবে চলবে ।

জাপানের ৬৩ শতাংশ লোক জাতীয় শোক প্রতিষ্ঠান নির্মান সমর্থন করেন

১৮ তারিখে জাপানের মর্নিংগার মাইনিছি পত্রিকার একটি খবরে বলা হয়েছে, এই পত্রিকায় চালানো সর্বশেষ জরিপে দেখা গেছে, জুনিচিরোর মন্ত্রী সভার সমর্থন হার শতকরা ৩৭ ভাগ। গত বারের তুলনায় তা শতকরা ৪ ভাগ হ্রাস পেয়েছে। জুনিচিরোর মন্ত্রী সভা ক্ষমতাসীন হওয়ার পর এই হার নিম্নতম রেকর্ড সৃষ্টি করেছে।

জাপানের "মাইনিছি শিনবুন" পত্রিকায় প্রকাশিত সাম্প্রতিক গণ-জরীপের ফলাফল অনুযায়ী, জাপানের ৬৩ শতাংশ লোক যুদ্ধে নিহতদের জন্যে শোক ও শ্রদ্ধা নিবেদনার্থে একটি জাতীয় শোক প্রতিষ্ঠান নির্মান সমর্থন করেন। তা হবে ধর্মীয় প্রভাবমুক্তএবং ইয়াসুকুনি সমাধি থেকে ভিন্ন। কিন্তু ২৮ শতাংশ লোক তার বিরোধীতা করেন।

জরীপের ফলাফলে আরো প্রমাণিত হয়েছে যে, জাপানের শতকরা ৫১ ভাগ নাগরিক প্রধানমন্ত্রী কোইজুমি জুনিছিরোর পরবর্তীকালে অব্যাহতভাবে ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধাতর্পনেরবিরোধীতা করেন, তা তার সমর্থনকারীদের চেয়ে ১২ শতাংশ বেশি ।

চার রাষ্ট্র-গোষ্ঠী আর আফ্রিকান ইউনিয়নের মধ্যেকার মতভেদ অক্ষুন্ন

জাপান, জার্মানী, ব্রাজিল ও ভারত নিয়ে গঠিত চার রাষ্ট্র-গোষ্ঠী আর আফ্রিকান ইউনিয়ন ২২ জুলাই নিউইয়োর্কে জাতি সংঘ নিরাপত্তা পরিষদ সম্প্রসারণ নিয়ে তৃতীয় দফা রাষ্ট্রদূত পর্যায়ের পরামর্শ করেছে। কিন্তু দু'পক্ষ ভেটোর অধিকার এবং বাড়তি নতুন অস্থায়ী সদস্য দেশের সংখ্যার ব্যাপারে তাদের মতভেদ দূর করতে পারে নি।

পরামর্শে অংশ গ্রহণকারী ইউরোপীয় ইউনিয়নের একজন কর্মকর্তা বলেছেন, দু'পক্ষ ২৫ জুলাই লন্ডনে অনুষ্ঠিতব্য চার রাষ্ট্র-গোষ্ঠী আর আফ্রিকান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে এসব মতভেদ দূর করার প্রচেষ্টা চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

চলতি মাসে চার রাষ্ট্র-গোষ্ঠী আর আফ্রিকান ইউনিয়ন ৫৯তম জাতি সংঘ সাধারণ পরিষদের সম্মেলনে যার যার নিরাপত্তা পরিষদ সম্প্রসারণের খসড়া প্রস্তাব দাখিল করেছে। চার রাষ্ট্র-গোষ্ঠীর খসড়া প্রস্তাবে ছয়টি স্থায়ী সদস্য দেশ আর চারটি অস্থায়ী সদস্য দেশ বৃদ্ধির দাবি জানানো হয়েছে। ১৫ বছর পর নতুন স্থায়ী সদস্য দেশ ভেটো প্রয়োগের অধিকার পাবে। আফ্রিকান ইউনিয়নের খসড়া প্রস্তাবে ছয়টি ভেটো প্রাপ্ত স্থায়ী সদস্য দেশ আর পাঁচটি অস্থায়ী সদস্য দেশ বৃদ্ধির দাবি জানানো হয়েছে।

জাতি সংঘের শীর্ষসম্মেলনের সাফল্য সম্পর্কেদ্বিতীয় সংস্করণের খসড়া দলিল

জাতি সংঘ ৫৯তম সাধারণ পরিষদের চেয়ারম্যান , গাবোনের পররাষ্ট্র মন্ত্রী জেন পিং ২২ তারিখ বিভিন্ন দেশের কাছে জাতি সংঘের শীর্ষ সম্মেলনের সাফল্য সম্পর্কেদ্বিতীয়সংস্করণের খসড়া দলিল অর্পন করেছেন ।

নতুন সংস্করণের খসড়া প্রস্তাবে বলা হয়েছে , বিভিন্ন দেশ জাতি সংঘের ৬০তম সাধারণ পরিষদের অধিবেশনকালে অর্থাত্ আগামী বছরের সেপ্টেম্বর মাসের আগে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সংক্রান্তসার্বিক চুক্তি প্রণয়ন করা হবে । চুক্তিতে সন্ত্রাসবাদের একটি আইনগত সংজ্ঞা ধার্য করা হবে । নতুন সংস্করণের খসড়া প্রস্তাব অনুযায়ী , যারা কিছু সংখ্যক মানুষ , কোনো একটি সরকার বা আন্তর্জাতিক সংস্থাকেবিপন্ন করার জন্য নিরীহ অধিবাসীদের নিহত বা তাদের দেহ যে গুরুতরভাবে জখম করে , তাদের তত্পরতাই সন্ত্রাসবাদী তত্পরতা ।

বিশ্ব সমাজের শার্ম-এল-শেইক বিস্ফোরণের তীব্র নিন্দা

২৩ জুলাই ভোরবেলায় মিসরের শার্ম-এল-শেইক শহরে ঘটিত একাধিক বোমাবিস্ফোরণে কমপক্ষে ৬২জন নিহত , এক শ'২০জন আহত হয়েছে ।

চীনের প্রেসিডেন্ট হু চিনথাও ২৩ জুলাই মিসরের শার্ম এল-শেইখ শহরে সন্ত্রাসী হামলা ঘটায় মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারাকের কাছে পাঠানো এক তারবার্তায় নিরীহ মানুষদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের তীব্র নিন্দা করেছেন।

তিনি জোর দিয়ে বলেছেন, চীন সরকার যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে এবং মিসর সহ আন্তর্জাতিক সমাজের সঙ্গে মিলে সন্ত্রাসদমনের সহযোগিতা জোরদার করবে এবং সন্ত্রাসবাদের উপর আঘাত হানবে।

বিশ্ব সমাজ ২৩ তারিখ অব্যাহতভাবে একই দিন ভোরে মিসরের শার্ম-এল-শেইকে ঘটিত একটানা বিস্ফোরণের তীব্রভাষায় নিন্দা করেছে এবং সহযোগিতা জোরদার করে বিবিধ সন্ত্রাসের উপর কঠোরভাবে আঘাত হানবে বলে মত প্রকাশ করেছে ।

ইরাকের সুন্নীরা সংবিধান প্রনয়ন থেকে সরে গিয়েছেন

২০ জুলাই ইরাকের সংবিধান প্রনয়ন কমিটির সুন্নী প্রতিনিধিরা সাময়িকভাবে সংবিধান প্রনয়ন কার্যক্রম থেকে সরে যাবার জরুরী ঘোষণা দিয়েছেন।

ইরাকের সংবিধান প্রনয়ন কমিটির সুন্নী সদস্যরা তাদের নিরাপত্তা হুমকিগ্রস্ত হওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন। ১৯ জুলাই ইরাকের সংবিধান প্রনয়ন কমিটির তিনজন সুন্নী সদস্য বাগদাদে নিহত হয়েছে।

খবরে প্রকাশ, সংবিধান প্রনয়ন কমিটির সুন্নী সদস্যরা ২১ জুলাই সম্মেলন আয়োজন করে অব্যাহতভাবে সংবিধান প্রনয়নের কাজে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এশিয়া-ইউরোপ ভিন্ন ধর্মাবলম্বীদের সংলাপ অধিবেশনে গৃহিত বালি ঘোষণা

এশিয়া-ইউরোপ ভিন্ন ধর্মাবলম্বীদের দুদিনব্যাপী প্রথম সংলাপ অধিবেশন ২২ তারিখ ইন্দোনেশিয়ার বালি দ্বীপে সমাপ্ত হয়েছে । অধিবেশনে গৃহিত বালি ঘোষনায় বিশ্ব সমাজের উদ্দেশ্যে ভিন্ন ধর্ম আর ধর্ম বিশ্বাসের মধ্যেকার পারস্পরিক উপলব্ধি ও মর্যাদা প্রদর্শন আর সুষমতা ও সহাবস্থান করার আহবান জানানো হয়েছে ।

ইন্দোনেশিয়া , বৃটেন , স্পেন , মালয়েশিয়া , থাইল্যান্ড প্রভৃতি ২৮টি দেশের ১৭৪জন প্রতিনিধি এবারকার সংলাপ অধিবেশনে অংশ নিয়েছেন । ইউনেস্কু , আরব দেশ ইউনিয়ান প্রভৃতি কতকগুলো আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও এই অধিবেশনে অংশ নিয়েছেন ।

অধেবেশনে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে , এশিয়া-ইউরোপ ভিন্ন ধর্মাবলম্বীদের দ্বিতীয় সংলাপ অধিবেশন আগামী বছর সাইপ্রুসে অনুষ্ঠিত হবে।