 বিশ্ব সমাজ ২৩ তারিখ অব্যাহতভাবে একই দিন ভোরে মিসরের শার্ম-এল-শেইকে ঘটিত একটানা বিস্ফোরণের তীব্রভাষায় নিন্দা করেছে এবং সহযোগিতা জোরদার করে বিবিধ সন্ত্রাসের উপর কঠোরভাবে আঘাত হানবে বলে মত প্রকাশ করেছে ।
জাতি সংঘের মহা সচিব কোফি আন্না একটি বিবৃতিতে নিরীহ অধিবাসীদের বিরুদ্ধে এই ধ্বংসাত্মক তত্পরতার তীব্রভাবে নিন্দা করেছেন ।
ইসলামী সম্মেলন সংস্থার এক বিবৃতিতে ইসলামী দেশগুলোর উদ্দেশ্যে এই জঘন্য কার্যকলাপের আবসান ঘটানোর ব্যবস্থা নিয়ে গবেষনা করা , ধর্মীয় উগ্রতার বিরোধীতা করা আর নানা রকম সহযোগিতা সম্প্রসারিত করার দাবি জানানো হয়েছে ।
শার্ম-এল-শেইক সন্ত্রাসী হামলার নিন্দা করে উপসাগরীয় সহযোগিতা কমিটি আর ইসলামী বিশ্ব ইউনিয়নও যার যার বিবৃতি প্রকাশ করেছে । মিসর সরকার সন্ত্রাস প্রতিরোধ করার যে ব্যবস্থা নিয়েছে , তার প্রতি তারা সমর্থনও ব্যক্ত করেছেন ।
|