সাত দিনব্যাপী ২২তম আন্তর্জাতিক বিজ্ঞানের ইতিহাস সম্মেলন২৪ জুলাই পেইচিংয়ে উদ্বোধন হয়েছে। চীনে এই প্রথম আন্তর্জাতিক বিজ্ঞানের ইতিহাস সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সত্তরটিরও বেশী দেশ ও অঞ্চলের প্রায় এক হাজার বিখ্যাত বিজ্ঞানী এই সম্মেলনে অংশ গ্রহণ করছেন।
আন্তর্জাতিক বিজ্ঞানের ইতিহাস সম্মেলন হলো আন্তর্জাতিক বিজ্ঞানের ইতিহাস পরিষদের সর্বোচ্চ পর্যায়ের সেমিনার। এই সম্মেলন প্রতি চার বছর একবার করে অনুষ্ঠিত হয়।
জানা গেছে, এই আন্তর্জাতিক বিজ্ঞানের ইতিহাস সম্মেলনের প্রধান আলোচ্যবিষয় হলো ইতিহাসে বিভিন্ন সংস্কৃতির মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির আদানপ্রদান এবং বিশ্বের উপর তার প্রভাব ।
|