চীনের কেন্দ্রীয় ব্যাংক -- চীনা গণ ব্যাংকের গভর্নর চৌ সিয়াও চুয়ান ২৩ জুলাই পেইচিংয়ে বলেছেন ,২১ জুলাই চীনের মুদ্রার বিনিময়-হার পরিবর্তনের যে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে , মার্কি যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ও আর্থকি ঘাটতি লাঘবের ব্যাপারে তার ভূমিকা অতি নগণ্য ।
২০০৫ সাল চীনের ব্যাংকার ফোরামে তিনি এই কথা বলেছেন ।
চৌ সিয়াও চুয়ান জোর দিয়ে বলেছেন , চীনের সমাজতান্ত্রিক বাজার-অর্থনীতি আর সমপদের যুক্তিযুক্ত বন্টনের প্রয়োজন এবং সংস্কার ও স্থিতিশীল আর দীর্ঘকালিন উন্নয়নের প্রয়োজন বিবেচনা করে চীন এবার মুদ্রার বিনিময়-হার পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এটা অন্য কোনো দেশের সঙ্গে পরার্মশ করার পরিণতি নয় ।
উল্লেখ করা যেতে পারে যে , চীন সরকার ২১ জুলাই ঘোষনা করেছে যে , বাজারের চাহিদা আর সরবরাহের ভিত্তিতে প্যাকেজ মুদ্রার উপর নজর রেখে চীনা মুদ্রার ভাসমান বিনিময়- হার চালু করা হবে । শুধু মার্কিন ডলারের উপর দৃষ্টি রেখে চীনের রেন মিন বির বিনিময়- হার স্থির করা হবে না । ভবিষ্যতে চীনের রেন মিন বির বিনিময়- হার আরো নমনীয় হবে ।
|