২৩ জুলাই চীনের বাণিজ্য মন্ত্রনালয়ের তথ্য কার্যালয় সূত্রে জানা গিয়েছে , মার্কিন পক্ষ চীন পক্ষকে জানিয়েছে , মার্কিন পক্ষ যুক্তরাষ্ট্রে চীনের পশমী পায়জামার রফকানি সীমিত রাখা হবে কিনা তার সিদ্ধান্ত নেওয়ার সময় স্থগিত রাখা হয়েছে । চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জুলাই মাসের শেষ দিকে ।
চীনের বাণিজ্য মন্ত্রনালয়ের মুখপাত্র জং চুয়ান এই প্রসঙ্গে বলেছেন , মার্কিন পক্ষ চীনের বস্ত্র পণ্যের রফতানি সীমিত রাখার ব্যাপারে যে সতর্কতার পরিচয় দিয়েছে চীন পক্ষ তা লক্ষ্য করেছে।
উল্লেখ করা যেতে পারে যে , মার্কিন পক্ষ ২২জুলাই চীনের বাণিজ্য মন্ত্রনালয়কে জানিয়েছে যে, চীনের পশমী পায়জামার রফতানি সীমিত রাখার বিশেষ পদক্ষেপ নেবে ।
মুখপাত্র জং চুয়ান এই প্রসঙ্গে তার সমালোচনা করে বলেছেন যে , চীন সরকার এতে খুবই অসন্তুষ্ট এবং দৃঢ়ভাবে তার বিরোধিতা করে ।
|