চীনের পররাষ্ট্র মন্ত্রী লি চাও শিং ২৩ জুলাই পেইচিংয়ে বলেছেন, জাতি সংঘ ও জাতি সংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারকে চীন সমর্থন করে। জাতি সংঘ নিরাপত্তা পরিষদ সম্প্রসারিত করা উচিত। কিন্তু তার বৃহত্তম সমস্যা হচ্ছে এতে উন্নয়নমুখীদেশ সংখ্যা যথেষ্ট নয়।
একই দিন অনুষ্ঠিত এক অধিবেশনে পরিস্থিতির উপর রিপোর্ট দেওয়ার সময়ে লি চাওশিং বলেছেন, জাতি সংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার শুধু বড় দেশের ব্যাপার নয়, ধৈর্যসহকারে পবিপূর্ণ গণতান্ত্রিক আলোচনার মাধ্যমে সংস্কার চালাতে হবে।
তিনি বলেছেন, চীন জাতি সংঘের সনদের আদর্শ রক্ষা করবে, অব্যাহতভাবে শান্তিপূর্ণ ও স্বতন্ত্র কূটনৈতিক নীতিতে অটল থাকবে, শান্তি, সহযোগিতা ও উন্নয়নের পতাকা উর্ধেব তুলে ধরবে এবং সারা বিশ্বের জনগণের অভিন্ন স্বার্থ, বিশেষ করে উন্নয়নমুখীদেশগুলোর মানুষের স্বার্থ রক্ষা করবে।
|