 চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিন থাও ২৩ জুলাই এক তারবার্তায় ছিনমিন পার্টির চেয়ারম্যান পুনঃনির্বাচিত হওয়ায় সোং ছুইউকে অভিনন্দন জানিয়েছেন।
ছিনমিন পার্টি ও চীনের কমিউনিষ্ট পার্টি এবং তাইওয়ান প্রণালীর দু'পারের স্বদেশবাসীদের সঙ্গে মিলে তাইওয়ান প্রণালী অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা করবে, অব্যাহতভাবে দু'পারের সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে এবং চীনা জাতির মহাপুনরুত্থানব্রতে আত্মিনিয়োগ করবে বলে হু চিনথাও তারবার্তায় আশা প্রকাশ করেছেন।
|