চীনের উপ-প্রধানমন্ত্রী জেং ফেইইয়ান ২২ জুলাই পেইচিংয়ে বলেছেন, চীন পুনঃব্যবহার্য শক্তিসম্পদের আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং সক্রিয়ভাবে বিদেশের প্রযুক্তি, ধীশক্তি, অভিজ্ঞতা এবং পুঁজি আমদানি করবে।
তিনি "চীন-স্পেন পুনঃব্যবহার্য শক্তিসম্পদ সেমিনারে" অংশ নেয়ার সময়ে এই কথা বলেছেন। তিনি বলেছেন, চীনর শিল্পায়ন ও নগরায়নের গতি দ্রুততর হওয়ার সঙ্গে সঙ্গে শক্তিসম্পদের চাহিদা অব্যাহতভাবে বাড়বে। শক্তিসম্পদের সরবরাহ সুনিশ্চিত করার জন্য, চীন শক্তিসম্পদ উন্নয়নের ক্ষেত্রে পুনঃব্যবহার্য শক্তিসম্পদের উন্নয়ন ও ব্যবহারকে অগ্রাধিকার দেবে।
তিনি জোর দিয়ে বলেছেন, পুনঃব্যবহার্য শক্তিসম্পদ উন্নয়ন ও ব্যবহারের ক্ষেত্রে স্পেনের অনেক মুল্যবান অভিজ্ঞতা আছে। তিনি আশা করেন, দু'পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতার সাফল্য সুসংবদ্ধ করবে এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত করে, পুনঃব্যবহার্য শক্তিসম্পদ ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা নতুন পর্যায়ে উন্নীত হবে।
|