২২ জুলাই জাতি সংঘে চীনের সহকারী স্থায়ী প্রতিনিধি চান ই শান জাতি সংঘের অর্থনীতি ও সমাজ পরিষদের একটি অধিবেশনে জাতি সংঘের মানবাধিকার ব্যবস্থার সংস্কারে চীনের তিনটি প্রস্তাব পেশ করেছেন ।
চান ই শান বলেছেন , মানবাধিকার ব্যবস্থার সংস্কার ন্যায্যতা ও বাস্তবতার ভিত্তিতে মানবাধিকার সমস্যা পর্যালোচনার অনুকুলে হওয়া উচিত । সাম্প্রতিক বছরগুলোতে দ্বৈত আন্তর্জাতিক মানদন্ড ও বাছাইমূলক প্রবণতা ক্রমেই তীব্র আকার ধারণ করছে । কতিপয় দেশের অনুসরণ করা বিশেষ দেশের জন্য বিশেষ মানদন্ড প্রয়োগের নীতি অবশ্যই বিভিন্ন দেশের মধ্যে প্রতিরোধ ও বৈরীভাব সৃষ্টি করবে ।
দ্বিতীয় প্রস্তাব হলো সংস্কারে দুই ধরনের মানবাধিকারের ভারসাম্য বজায় রাখতে হবে । চান ই শান বলেছেন , দীর্ঘ দিন ধরে মানবাধিকারগুলোর মধ্যে নাগরিক অধিকার ও রাজনৈতিক অধিকারকে বেশী গুরুত্ব আর অর্থনৈতি ও সাংস্কৃতিক অধিকারকে কম গুরুত্ব দেয়া হয়েছে । এই ধরনের অবস্থার পরিবর্তন করা উচিত ।
তৃতীয় প্রস্তাব হলো , মানবাধিকার সংস্থারসংস্কার গণতান্ত্রিক নীতির সংগতিপূর্ণ হওয়া উচিত । এতে এশিয়া ও আফ্রিকার দেশগুলোরপ্রতিনিধির অপ্রতুল্যতার পরিবর্তন করে ব্যাপক প্রতিনিধিত্ব থাকা উচিত ।
|