আন্তর্জাতিক সমাজ চীনা মুদ্রা রেন মিন পির বিনিময় হার ব্যবস্থা সংস্কার সম্বন্ধে ইতিবাচক মূল্যায়ন করেছে ।
ই ইউ কমিটির মুখপাত্রী হানসেন ২২ জুলাই ব্রাসেল্সে অনুষ্ঠিত একটি নিয়মিত তথ্য জ্ঞাপন সভায় বলেছেন , ই ইউ কমিটি মনে করে , চীনা মুদ্রার বিনিময় হার ব্যবস্থা সংস্কারের দিকস্থিতি নির্ভুল । ই ইউর বানিজ্য কমিটির সদস্য মেনদেল্সন একটি বিবৃতিতে চীনের অধিক নমনীয় মুদ্রা বিনিময় হার ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন ।
অষ্ট্রেলিয়ার বানিজ্য মন্ত্রী মার্ক ভেইল বলেছেন , দীর্ঘকালের পরিপ্রেক্ষিতে চীনের আরো নমনীয় বিনিময় হার ব্যবস্থা গোটা পৃথিবীর বাজার আরো স্থিতিশীল করে তুলবে ।
রাশিয়া , থাইল্যান্ড , মেক্সিকো , দক্ষিণ কোরিয়া ও ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক ও বানিজ্য বিভাগের কর্মকর্তারা চীনের এই সিদ্ধান্তের প্রশংসা করে বলেছেন , এটা চীনা মুদ্রার বিনিময় হারের বাজারায়ন বাস্তবায়নের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ।
সাতটি পাশ্চাত্য শিল্পোন্নত দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের প্রধানরা , আন্তর্জাতিক তহবিল সংস্থা , ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক আর যুক্তরাষ্ট্র , জাপান , জার্মানী , ফ্রান্স , কেনাডা ও সিংগাপুরও চীনের মুদ্রার বিনিময় হার ব্যবস্থার সংস্কারে সক্রিয় মূল্যায়ন করেছে ।
|