২৩ জুলাই ভোরবেলায় মিসরের শার্ম-এল-শেইক শহরে ঘটিত একাধিক বোমাবিস্ফোরণে কমপক্ষে ৬২জন নিহত , এক শ'২০জন আহত হয়েছে ।
মিসরের পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে , ২৩ জুলাই ভোরে শার্ম-এল- শেইক শহরে পর পর তিন বোমাবিস্ফোরণ ঘটেছে । হতাহতদের মধ্যে বেশীর ভাগই ইউরোপ ও উপসাগরীয় অঞ্চলদেশগুলোর পর্যটক । আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর , তাই নিহতের সংখ্যা আরো বাড়বে ।
১৯৯৭ সালের নভেম্বর মাসে লুক্সোরে সন্ত্রাসী ঘটনা ঘটার পর এটা মিসরে ঘটিত সবচেয়ে গুরুতর সন্ত্রাসী ঘটনা ।
|