চীনের উপপররাষ্ট্র মন্ত্রি চেন পেই ইয়েন ২২ তারিখ পেইচিংয়ে বলেছেন , চীন রেন মিন বির বিনিময় হারের ব্যবস্থার সংস্কার যে ত্বরান্বিত করেছে , তা যেমন চীনের উন্মুক্ততা আর উন্নয়ন , তেমনি বিশ্বের অর্থনীতির স্থিতিশীলতা আর সমৃদ্ধির অনুকুল ।
তিনি আর সফররত স্পেনের প্রধান মন্ত্রী জাপাটেরো যৌথভাবে দুদেশের শিল্পপতিদের একটি বাণিজ্যিক মধ্যাহ্ন ভোজসভায় অংশ নেয়ার সময় এই কথা বলেছেন ।
তিনি বলেছেন , চীনে যে বাজারের সরবরাহ ও চাহিদাভিত্তিক মুদ্রা বিনিময় হারের ব্যবস্থা প্রবর্তিত হয়েছে , তা চীনের অর্থনৈতিক ও ব্যাংকিং ব্যবস্থার পুনর্গঠন গভীর করা আর অর্থনৈতিক বিকাশকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা পূর্ণাংগ করার একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু ।
|