২২ তারিখ বৃটিশ পুলিশ অব্যাহতভাবে আর পুরোদমে লন্ডনে ২১ তারিখের সন্ত্রাসী বিস্ফোরণের সংগে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাসী আর গ্রেফতারের অভিযান জোরদার করেছে । এর সংগে সংগে ইউরোপ আর আমেরিকার কতকগুলো দেশে সন্ত্রাস দমনের ব্যবস্থা জোরদার হয়েছে ।
একই দিন বিকেলে লন্ডন পুলিশ সংস্থা ভিডিও'র ক্যামেরায় ধরা মাধ্যমে চার জন সন্দেহভাজন ব্যক্তির প্রতিকৃতি দেখিয়েছেন ।
লন্ডন পুলিশ সংগে সংগে বলেছে , একই দিন সকালে পুলিশ লন্ডনের দক্ষিণাংশের সাব-ওয়ে স্টেশনে এই সন্ত্রাসী ঘটনার সংগে জড়িত একজন পুরুষকে গুলি করে হত্যা করেছে ।
একই দিন আল কায়েদার সংগে সম্পর্কিত সশস্ত্র সংস্থা আবু হাফস্ মাশ্রি ব্রিগেড ইন্টার নেটে প্রকাশিত একটি বিবৃতিতে তারা ২১ তারিখের লন্ডন বিস্ফোরণের জন্য দায়ী বলে ঘোষণা করেছে ।
|