জাতি সংঘ ৫৯তম সাধারণ পরিষদের চেয়ারম্যান , গাবোনের পররাষ্ট্র মন্ত্রী জেন পিং ২২ তারিখ বিভিন্ন দেশের কাছে জাতি সংঘের শীর্ষ সম্মেলনের সাফল্য সম্পর্কেদ্বিতীয়সংস্করণের খসড়া দলিল অর্পন করেছেন ।
নতুন সংস্করণের খসড়া প্রস্তাবে বলা হয়েছে , বিভিন্ন দেশ জাতি সংঘের ৬০তম সাধারণ পরিষদের অধিবেশনকালে অর্থাত্ আগামী বছরের সেপ্টেম্বর মাসের আগে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সংক্রান্তসার্বিক চুক্তি প্রণয়ন করা হবে । চুক্তিতে সন্ত্রাসবাদের একটি আইনগত সংজ্ঞা ধার্য করা হবে । নতুন সংস্করণের খসড়া প্রস্তাব অনুযায়ী , যারা কিছু সংখ্যক মানুষ , কোনো একটি সরকার বা আন্তর্জাতিক সংস্থাকেবিপন্ন করার জন্য নিরীহ অধিবাসীদের নিহত বা তাদের দেহ যে গুরুতরভাবে জখম করে , তাদের তত্পরতাই সন্ত্রাসবাদী তত্পরতা ।
১৪ সেপ্টেম্বর নিউইর্য়কে জাতি সংঘের সদর দফতরে তিনদিনব্যাপী শীর্ষ সম্মেলনে সাফল্য সম্পর্কিত খসড়া দলিল যাচাই করা হবে এবং জাতি সংঘের সার্বিক সংস্কার চালানো হবে ।
|