v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-23 17:15:09    
২৩ জুলাই

cri
    **১৯২১ সালের ২৩ জুলাই চীনের কমিউনিস্ট পার্টির প্রথম প্রতিনিধি সম্মেলনের আয়োজন

    ১৯২১ সালের ২৩ জুলাই নবজাত চীনের কমিউনিস্ট পার্টি ইতিহাসের মঞ্চে উঠেছে। সেদিন রাত ৮টায় চীনের কমিউনিস্ট পার্টির প্রথম জাতীয় প্রতিনিধি সম্মেলন শাংহাইয়ের বিদেশী। উপনিবেশ অঞ্চল পেইলো রোডের সুদে গলির ৩ নম্বর বাড়িতে উদ্বোধন হয়। চীনের বিভিন্ন অঞ্চল এবং জাপানে থাকা সাম্যবাদী গ্রুপের প্রতিনিধিরা সহ মোট ১২ জন সম্মেলনে উপস্থিত ছিলেন। তাঁরা হলেন মাও ছেতুং, হো সু হাং, তুং বি উ প্রমুখ। কমিউনিস্ট ইন্টারন্যাশনালের প্রতিনিধি মালি এবং নিকোরস্কিও সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনে চীনের কমিউনিস্ট পার্টির প্রথম সিদ্ধান্ত "বর্তমানের বাস্তব কাজ সংক্রান্ত সিদ্ধান্ত" গৃহীত হয়েছে, পার্টির নেতৃ মন্ডলী --- কেন্দ্রীয় ব্যুরো নির্বাচিত হয়েছে। চেন তু সিয়াও কেন্দ্রীয় ব্যুরোর সম্পাদক, চাং কুও থাও সাংগঠনিক পরিচালক, লি দা প্রচার বিভাগীয় পরিচালক নির্বাচিত হয়েছেন। চীনের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে।

    ** ১৯০৩ সালের ২৩ জুলাই ফোর্ড কোম্পানির প্রথম গাড়ি বিক্রয়

    ১৯০৩ সালের ২৩ জুলাই ফোর্ড মোটরগাড়ি কোম্পানি ডেট্রয়েটে প্রথম গাড়ি বিক্রি করেছে। এই গাড়ি হচ্ছে কোম্পানির ডেপুটি ম্যানেজার হানরি ফোর্ডের নকশা করা। ফোর্ডের জন্ম যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ডিয়ারবোনে । বিশাধিক বছর ধরে তিনি মোটর গাড়ি তৈরি করার চেষ্টা করেছেন। ১১ বছর আগে যন্ত্রচালক হিসেবে ফোর্ড কাজের বাইরে নিজেই একটি প্রাথমিক পর্যায়ের গাড়ি তৈরি করেছেন। তখন থেকে এই পর্যন্ত ফোর্ড বিরাট অগ্রগতি অর্জন করেছেন। ফোর্ড আশা করেন, এই আকারের নতুন গাড়ি বিপুল পরিমাণে নির্মান করবেন, এবং যথাসাধ্য খরচ কমবে, যাতে বহু মার্কিনী গাড়ি কিনতে পারে।

    ** ১৯০০ সালের ২৩ জুলাই প্রথম প্যান-আফ্রিকা সম্মেলনের আয়োজন

    প্যান আফ্রিকাবাদ চিন্তাধারা ১৯ শতাব্দীর শেষ দিকে উদ্ভূত হয়েছে। এটা হচ্ছে আফ্রিকান জনগণের উপনিবেশ-বিরোধী সংগ্রাম এবং আমেরিকার নিগ্রোদের দাস প্রথা ও শ্বেতাঙ্গদের বৈষম্যবাদ বিরোধী সংগ্রামের ফল। বিংশ শতাব্দীর প্রথম দিকে প্যান-আফ্রিকাবাদ তত্ত্ব আর নিগ্রোদের সংগ্রামের বাস্তব অনুশীলন মিলিয়ে সাংগঠনিক প্যান আফ্রিকাবাদ আন্দোলনে পরিণত হয়েছে। ১৯০০ সালের ২৩ জুলাই হেনরি ইউলিয়েমসের উদ্যোগে যুক্তরাষ্ট্র, পশ্চিম ভারত দ্বীপপুঞ্জ এবং আফ্রিকা থেকে আসা ৫৭ জন প্রতিনিধি লন্ডনে প্রথম প্যান-আফ্রিকা সম্মেলন আয়োজন করেছেন। সম্মেলনে সারা পৃথিবীর নিগ্রোদের পরিবেশ সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। নিগ্রোরা শ্বেতাঙ্গদের সমান অধিকার উপভোগ সমর্থন করেছে, দক্ষিণ আফ্রিকার বুল জাতির বর্ণ বৈষম্য ব্যবস্থা নীতির সমালোচনা করা হয়েছে , এবং আফ্রিকান সমিতিকে "প্যান আফ্রিকা সমিতি"তে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।