২২ জুলাই পেইচিংএ চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মুখপাত্র ছৌং শিয়েন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র চীনের রেশমজাত পাজামার উপর যে নিষেধাজ্ঞা জারি করেছে চীন সরকার তার তীব্র বিরোধীতা করে।মুখপাত্র বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রচীনের সাত রকম বস্ত্রজাত পণ্যের উপর নিষেধাজ্ঞা জারী করার পর আবার বিনা কারণে চীন থেকে রেশমজাত পাজামা আমদানীর ওপর বিধি-নিষেধ করেছে। এটা অবাধ বাণিজ্যের নৈতিকতার পরিপন্থী।
মুখপাত্র বলেছেন , চীন আশা করে মার্কিন পক্ষ দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক সম্পর্কের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সংলাপের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারবে।
|