v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-22 21:28:50    
নতুন শ্রোতা ক্লাব পরিদর্শন

cri
 বাংলাদেশের ফরিদপুর জেলার জগন্নাথদীর এম এম গোলাম সারোয়ার প্রায় আমাদের চিঠি লিখেন। ৫ জুলাই তাঁর চিঠিতে তিনি লিখেছেন, গত জুলাই মাসের ১ তারিখ হতে ২ তারিখ পর্যন্ত আমি ফরিদপুর এবং রাজবাড়ী জেলার মোট ৫টি প্রতিষ্ঠিত শ্রোতা ক্লাবের আমন্ত্রণে ডি এক্সিং সফর করেছি।

 ৫টি নব প্রতিষ্ঠিত শ্রোতা ক্লাব পরিদর্শন করে বুঝতে পারলাম, চীন আন্তর্জাতিক বেতার তৃণমূল পর্যায়ের শ্রোতাদের অন্তরের মনি কোঠায় স্থান করে নিয়েছে। আমি যে পাঁচটি শ্রোতা ক্লাব পরিদর্শন করে ক্লাবের তত্পরতা মনিটরিং করেছি তা নিম্নে দেওয়া হল।

 মাকড়াইল রেডিও শ্রোতা ক্লাব, এর সদস্য সংখ্যা ৩৫, সভাপতি মোঃ গোলাম রব্বানী।

 ইন্টারন্যাশনাল রেডিও শ্রোতা ক্লাবের সদস্য সংখ্যা ৫০, সভাপতি আবুল খায়ের মোল্যা।

 হামরাট প্রশান্তি রেডিও শ্রোতা ক্লাবের সদস্য সংখ্যা ২৫, সভাপতি শারমিন সুলতানা।

 দিগন্ত রেডিও শ্রোতা ক্লাবের সদস্য সংখ্যা ৪০, সভাপতি কামরুজ্জামান টিক্কা।

 সি আর আই রেডিও শ্রোতা ক্লাবের সদস্য সংখ্যা ৪৫, সভাপতি শাহাবুদ্দীন মিয়া।

 উক্ত ক্লাবসমূহবিভিন্ন আন্তর্জাতিক দিবস পালন এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড করে, যেমন, বৃক্ষরোপন , মত্স চাষ, ছাত্রদের মধ্যে খাবার স্যালাইন বিতরণ করে। এছাড়াও সমাজে ধুমপান বিরোধী প্রচারণা ও অসামাজিক তত্পরতা প্রতিরোধ ইত্যাদিকাজও করে।

 আমি ভাবতে পারি নি যে, নতুন ক্লাব কর্তৃপক্ষ আমাকে ক্লাব পরিদর্শনের আমন্ত্রণ জানাবে। আমি অভিভুত হয়েছি তাদের আপ্যায়নে। তারা অনেক কিছু জেনেছে আমার কাছ থেকে। আমিও দীর্ঘ শ্রোতা জীবনের অভিজ্ঞতা দিতে পেরে আনন্দিত ।

 শ্রোতা সংঘের সক্রিয় তত্পরতার খবর জেনে আমিও খুব খুশি। আশা করি, এই পাঁচটি নতুন শ্রোতা সংঘ ইতিবাচক সামাজিক কাজ করে স্থানীয় অঞ্চলে সুনাম কুড়াবে।