v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-22 21:15:06    
২২ জুলাই

cri
** ১৯৬৬ সালের ২২ জুলাই চীন গণ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট লিউ শাও ছি চীন সরকারের পক্ষে বিবৃতি প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, চীন সর্বাধিক জাতীয় উত্সর্গ বহন করার প্রস্তুতি নিয়েছি, ভিয়েত্নামের জনগণকে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তিকে পরাজিত করার সমর্থন করবে।

** ১৯৯৬ সালের ২২ জুলাই চীনা গণ-বীমা কোম্পানি প্রতিষ্ঠা

 চীনা গণ বীমা গোষ্ঠী হচ্ছে চীনের প্রথম বীমা গোষ্ঠী কোম্পানি, তার প্রতিষ্ঠা হলো চীনের বীমা ব্রত উন্নয়নের ইতিহাসে এক চিহ্নফলক , তাতে চীনা গণ বীমা কোম্পানির ৪৬ বছরের উন্নয়ন এবং সাফল্য অঙ্কিত হয়েছে। গণ বীমা কোম্পানি হচ্ছে চীনের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত্ববীমা কোম্পানি। "অষ্টম পাঁচশালা পরিকল্পনা" মেয়াদে তার বিভিন্ন ধরনের বিমা ২০১ বিলিয়ন ইউয়েন আয় করেছে, তা "সপ্তম পাঁচশালা পরিকল্পনা" মেয়াদের চেয়ে ৩.৫ গুণ বেড়েছে। ২০০৪ সালের জানুয়ারী থেকে জুন পর্যন্ত চীনের অভ্যন্তরীন ব্যবসা বীমা থেকে আয় ২৯১১০ কোটি ইউয়েন, যা আগের বছরের অনুরূপ সময়ের তুলনায় ১৫.৪% বেশী। চীনা গণ বীমা গোষ্ঠী প্রত্যক্ষভাবে চীনের রাষ্ট্রীয় পরিষদের অধীনে আছে, চীনা গণ ব্যাঙ্কের নেতৃত্ব, তত্ত্বাবধান এবং ব্যবস্থাপনা গ্রহণ করে, তার আর্থিক ব্যবস্থাপনা অর্থ মন্ত্রণালয়ের অধীনে আছে।

** ১৯৭০ সালের ২২ জুলাই ছেংতু খুনমিং রেলপথ সম্পন্ন

 ছেংতু হতে খুনমিং-মুখী রেলপথের দৈর্ঘ্য ১০৯১ কিলোমিটার। এই প্রকল্প ১৯৫৮ সালে শুরু হয়, ১৯৭০ সালের জুলাই মাসে সম্পন্ন হয়। ১৯৭০ সালের ডিসেম্বরে রেলগাড়ি চলতে শুরু করে। ছেংতু খুনমিং রেলপথ প্রকল্পে প্রায় ১০ কোটি কিউবিকমিটার মার্টি ও পাথর স্থানান্তরিতহয়েছে, ৪২৭টি সুড়ঙ্গ নির্মিত হয়েছে, ৩৪৫ কিলোমিটার বেড়েছে। ৯৯১টি সেতু নির্মিত হয়েছে। পুরো রেলপথের ১২২টি রেল স্টেশনের ৪১টি বাধ্যতামূলকভাবে সেতুর উপর বা সুড়ঙ্গের ভেতর নির্মান করা হয়েছে। এই রেলপথ হচ্ছে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের রেলপথ নেটের কাঠামো, দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সম্পদ উন্নয়ন করা, জাতীয় অর্থনৈতিক নির্মান দ্রুত করা, জাতীয় সংহতি জোরদার করা এবং জাতীয় প্রতিরক্ষা সুসংবদ্ধ করার ব্যাপারে এর সুদূর প্রসারী তাত্পর্য আছে।

**১৯৮৬ সালের ২২ জুলাই জাপানের কংগ্রেসের বিশেষ অধিবেশনে জাপানের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান নাকাসোনে ইয়াসুহিরো জাপানের প্রধানমন্ত্রী পূনঃনির্বাচিত হয়েছেন ।

** ১৯৭০ সালের ২২ জুলাই ভারতে হিন্দু ধর্মাবল্বী তীর্থযাত্রী-বোঝাই ২৪টি পাবলিক বাস এবং পাঁচটি ট্যাক্সি বন্যার শিকার হয়ে হিমালয় পর্বতের একটি নদীতে পড়ে যায় এবং পাঁচ শতাধিক লোক প্রাণ হারিয়েছেন।

** ১৯২১ সালের ২২ জুলাই আধুনিক নৃত্য যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হয়ে উঠে

 আধুনিক নৃত্য হচ্ছে বিংশ শতাব্দীর প্রথম দিকে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হয়ে উঠা এক ধরনের নৃত্য । এর প্রতিষ্ঠাতা ইসাদোলা দুনকান (১৮৭৮--১৯২৭) ব্যালে নৃত্যের প্রণালী এবং আচারনিষ্ঠার প্রবণতার বিরোধীতা করেন। তিনি প্রাকৃতিক নৃত্যের ভঙ্গী দিয়ে স্বাধীনভাবে ভাবাদর্শ এবং অনুভূতি প্রকাশ সমর্থন করেন। এটা কেবল ঐতিহ্যিক ধারণার প্রতি এক বড় আঘাতই নয়, আধুনিক নৃত্যের উন্নয়নের জন্য এক বিস্তীর্ণ ক্ষেত্র উন্মোচিত করেছে, নৃত্যকে অল্প সংখ্যক শাসকমন্ডলীর একনায়কত্ব থেকে মুক্ত করেছে, তাকে জনসাধারণের পছন্দণীয় শিল্পে রূপান্তরিত করেছে।